আইসিসি র‍্যাঙ্কিং

টেস্ট র‍্যাঙ্কিংয়ে মুমিনুল-খালেদের উন্নতি, পেছালেন শান্ত-লিটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:23 বুধবার, 27 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। বিশেষ করে সিলেট টেস্টে ব্যাটাররা রীতিমতো ব্যর্থ হয়েছেন। তবে এই জায়গায় ব্যতিক্রম ছিলেন শুধু মুমিনুল হক। প্রথম ইনিংসে ৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার।

এর প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। তিনি ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন। তিনি ৫০তম অবস্থানে আছেন। বোলারদের মধ্যে উন্নতি হয়েছে খালেদ আহমেদের। তিনি ৫০তম অবস্থানে আছেন। বোলারদের মধ্যে ৯ ধাপ এগিয়েছেন পেসার খালেদ।

সিলেট টেস্টে তিনি ৪ উইকেট নিয়েছিলেন দুই ইনিংসে। আর তাতেই ৮৯তম স্থানে উঠে এসেছেন তিনি। এদিকে অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তিনি দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১ রান করেছেন। আর তাতেই ৯ ধাপ পিছিয়ে গেছেন তিনি। শান্তর অবস্থান এখন ৫৩ নম্বরে।

পিছিয়েছেন লিটন কুমার দাসও। তিনি ২৫ ও ০ রানে আউট হয়েছেন। ৭ ধাপ নেমে গিয়ে লিটন এখন অবস্থান করছেন ২৪তম স্থানে। লঙ্কান ব্যাটারদের মধ্যে দারুণ উন্নতি হয়েছে ধনঞ্জয়া ডি সিলভার। দুই ইনিংসে ১০২ ও ১০৮ রানের ইনিংস খেলেছেন তিনি।

আর তাতেই ১৫ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন লঙ্কান অধিনায়ক। এ ছাড়া কামিন্দু মেন্ডিস ১০২ ও ১৬৪ রানের ইনিংস খেলে ৬৪ তম স্থানে আছেন। টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

দুই নম্বরে জো রুট আর তিন নম্বরে পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের মধ্যে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। দুই নম্বরে যৌথভাবে আছেন জশ হ্যাজেলউড ও ভারতের জসপ্রিত বুমরাহ। সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা তিন নম্বরে আছেন।