আফগানিস্তানের এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ২২ ক্রিকেটার

ফাইল ছবি
এশিয়া কাপের আগে শারজাহতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহের অনুশীলন ও প্রস্তুতি ক্যাম্প করবেন রশিদ খানরা। সেই ক্যাম্প ও এশিয়া কাপের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

promotional_ad

অনুমেয়ভাবেই আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াডে আছেন রশিদ, রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, ইব্রাহিম জাদরান, ফজলহক ফারুকি, নাভিন উল হক, মোহাম্মদ গাজানফার, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবাদিন নাইবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।


আরো পড়ুন

রশিদের চাইতেও কম বয়সে নেতৃত্ব দিয়ে ভুকুসিচের ইতিহাস

৯ আগস্ট ২৫
জাক ভুকুসিচ, ফাইল ফটো

তাদের সঙ্গে ডাক পেয়েছেন সবশেষ শাপাগিজা ক্রিকেট লিগে পারফর্ম করা বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে। আমো শার্কসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন শরাফউদ্দিন আশরাফ। ৩০ বছর বয়সি বাঁহাতি এই স্পিনার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন। ক্যাম্পের জন্য ডাকা হয়েছে তাকে।


promotional_ad

একই টুর্নামেন্টে মিস আইন্যাক নাইটসের হয়ে ৩৭.২৫ গড় ও ১৫৫.২০ স্ট্রাইক রেটে ২৯৮ রান করেছেন ওয়াফিউল্লাহ তারাখিল। যেখানে দুইটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর ক্যাম্পে ডাকা হয়েছে ১৮ বছর বয়সি এই ব্যাটার। ৪ উইকেট নেয়া বশির আহমদকেও ডাকা হয়েছে। ২২ ক্রিকেটারকে নিয়েই সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করবে আফগানিস্তান।


আরো পড়ুন

‘ভারত-পাকিস্তান ম্যাচের গ্যারেন্টি দিচ্ছি না, তবে ঝুঁকি নেই’

৮ আগস্ট ২৫
ভারত ও পাকিস্তান দলের ক্রিকেটাররা

ক্যাম্প শেষে ২৯ আগষ্ট পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। সেই সিরিজ শেষে ৮ দলের এশিয়া কাপে খেলবে তারা। ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আফগানরা।


আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড— রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসূলি, মোহাম্মদ ইশাক, রশিদ খান, মোহাম্মদ নবি, নাঙ্গেলিয়া খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, ‍নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন উল হক, ফরিদ মালিক, সালিম সুফি, আব্দুল্লাহ আহমদজাই এবং বশির আহমদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball