|| ডেস্ক রিপোর্ট ||
জসপ্রিত বুমরাহর অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন মিচেল স্টার্ক। আর একটু হলেও ভারতের অধিনায়কের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফিরতে পারতেন তিনি। দিনের শেষ বলটা টিকতে পেরে মুখে চওড়া হাসি নিয়েই ড্রেসিং রুমে ফিরে গেলেন স্টার্ক। বুমরাহ সেই ডেলিভারিতে উইকেট না পেলেও শেষ বিকেলের পুরোটা সময় নিজের করে দিয়েছেন ডানহাতি পেসার। আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ধসিয়ে ভারতকে ম্যাচ ফিরিয়েছেন তিনি। সকালের শুরুতে জশ হেজেলউড, স্টার্ক, প্যাট কামিন্স কিংবা মিচেল মার্শরা যা করলেন দিনের শেষ বেলায় সেটাই করে দেখালেন বুমরাহ।
৩০ বছর বয়সী পেসার যেন আরও ভয়ঙ্কর। উইকেট থেকে সিম মুভমেন্ট পাচ্ছিলেন, সঙ্গে নিখুঁত লাইন লেংথ আর নিজের বুদ্ধি কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়েছেন। ধারাভাষ্যকক্ষে থাকা মার্ক ওয়াহর মনে হয়েছে প্রতিটি ডেলিভারিতেই উইকেট পাবেন বুমরাহ। ভারতের অধিনায়কের উইকেট তোলার উল্লাসে মেতে ওঠার শুরুটা করেছিলেন নাথান ম্যাকসুয়েনিকে দিয়ে। বুমরাহ ও মোহাম্মদ সিরাজের বলে চার মেরে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন অভিষিক্ত এই ব্যাটার। যদিও ম্যাকসুয়েনিকে অভিষেকের প্রথম ইনিংসটা রাঙাতে দেননি বুমরাহ।
ডানহাতি পেসারের অফ স্টাম্পের একটু বাইরে পড়ে ভেতরে ঢোকা গুড লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করেছিলেন অজি ওপেনার। বল প্যাডে আঘাত করলেও আস্পায়ার অবশ্য ভারতের আবেদনে সাড়া দেননি। খানিকটা সময় নিয়ে রিভিউ নিতেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ফিরতে হয় ম্যাকসুয়েনিকে। ২৫ বছর বয়সী ওপেনার ফিরেছেন ১০ রানে। একটু পর মার্নাশ ল্যাবুশেনের উইকেটও তুলে নিতে পারতেন তিনি। তবে ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা বিরাট কোহলির হাতে গেলেও সেটা লুফে নিতে পারেননি তিনি। কোহলি ক্যাচ নিতে না পারলেও বুমরাহর উইকেট তোলার কাজটা থেমে থাকেনি।
কয়েকওভার বাদে উসমান খাওয়াজাকে নিজের শিকার বানিয়েছেন ভারতের অধিনায়ক। স্লিপে দাঁড়িয়ে ৮ রান করা খাওয়াজার ক্যাচ নিয়েছেন কোহলি। পরের বলে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ। সাউথ আফ্রিকার ডেল স্টেইনের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে স্মিথকে প্রথম বলেই ফিরিয়েছেন বুমরাহ। টানা দুই বলে দুই উইকেট নেয়া পেসারের সামনে হ্যাটট্রিকের সুযোগও ছিল। তবে তারকা পেসারের দারুণ এক ডেলিভারি ঠেকিয়ে দিয়েছেন ট্রাভিস হেড। দিনের খেলা শেষের আগে কামিন্সকেও নিজের শিকার বানিয়েছেন।
"OK Google, play Jasprit Bumrah"
— Wasim Jaffer (@WasimJaffer14) November 22, 2024
"Sorry, Jasprit Bumrah is unplayable" #AUSvIND pic.twitter.com/hxVgvccdEv
১০ ওভারে মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়ে পার্থে ভারতকে ম্যাচ ফিরিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন বুমরাহ। ধারাভাষ্যকক্ষে বসেই ডানহাতি পেসারের বোলিং দেখছিলেন আর ওয়াসিম আকরাম বলছিলেন, ‘সে বিশ্বের সেরা বোলার।’ ভারতের অধিনায়ক বল হাতে কতটা ভয়ঙ্কর ছিলেন সেটা হয়ত খানিকটা বোঝা যাবে ওয়াসিম জাফরের টুইট দেখে। বুমরাহকে প্রশংসায় ভাসাতে গিয়ে ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছেন, ‘ওকে, গুগল। জসপ্রিত বুমরাহকে খেলো।’ গুগল কেমন উত্তর দিতে পারে সেটা নিজে থেকেই লিখেছেন ওয়াসিম জাফর।
ভারতের সাবেক ব্যাটার দ্বিতীয় লাইনে লিখেছেন, ‘সরি, জসপ্রিত বুমরাহ ইজ আনপ্লেয়বল।’ দারুণ সব ইয়র্কারে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাভিশ্বাস তোলা লাসিথ মালিঙ্গার কাছেও বুমরাহই বর্তমান সময়ের সেরা বোলার। টুইটারে শ্রীলঙ্কার কিংবদন্তি লিখেছেন, ‘জসপ্রিত বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বুমরাহ।’ এমনটা লেখার পর আগুনের স্ফুলিঙ্গের ইমোজি ব্যবহার করেছেন তিনি। প্রশংসা করেছেন হার্শা ভোগলে, যুবরাজ সিং, ইরফান পাঠান সঞ্জয় মাঞ্জরেকারের মতো ক্রিকেটার থেকে ধারাভাষ্যকাররা।