বোর্ডার- গাভাস্কার ট্রফি

শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 13:58 Thursday, November 21, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরু হবে আগামীকাল। সিরিজ শুরুর আগের দিন স্কোয়াডে বদল আনতে হচ্ছে ভারতকে। চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না খলিল আহমেদ। তার বদলে রিজার্ভে থাকা ইয়াশ দয়ালকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে।

অনুশীলনে চোট পেয়েছেন খলিল। এ কারণেই ভারতে ফেরত পাঠানো হচ্ছে এই পেসারকে। আর দয়াল যেহেতু রিজার্ভে ছিলেন, নিয়মের মধ্যেই তাকে দলের সঙ্গে সংযুক্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বর্তমানে 'এ' দলের হয়ে ম্যাচ খেলার জন্যে সাউথ আফ্রিকায় অবস্থান করছেন দয়াল। সেখান থেকেই অস্ট্রেলিয়ার বিমান ধরছেন এই পেসার। সংবাদ সংস্থা পিটিআই'কে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন এমনটাই।

তিনি বলেন, 'মিচেল স্টার্ককে সামলানোর জন্য নেটে এক জন বাঁহাতি পেসার প্রয়োজন ভারতের। সেই কারণে বাঁহাতি পেসার খলিলের বদলে এক জন বাঁহাতি পেসারকেই আনা হয়েছে। সাউথ আফ্রিকায় ভারত 'এ' দলের হয়ে খেলার কথা ছিল দয়ালের। কিন্তু খলিল যদি বল করতে না পারে তা হলে ওকে অস্ট্রেলিয়ায় রেখে কী লাভ?'

ভারতের হয়ে এখন ম্যাচ খেলার সুযোগ পাননি দয়াল। বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে নেওয়া হলেও খেলানো হয়নি।

ম্যাচ না খেললেও ভারতীয় ক্রিকেটে আলোচিত নাম দয়াল। ২০২২ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা দয়ালকে এক ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ হারিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। সেখান থেকেই পরিচিতি বিস্তৃতি লাভ করে দয়ালের।