|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটে-বলে প্রস্তুতিটা ভালোই নিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন জাকের আলী অনিক। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলার পর জাকের জানালেন, ভিন্ন কন্ডিশনে একেবারেই ভিন্ন পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিলেন তিনি।
গত পরশু দিন প্রথম ইনিংসে বাংলাদেশ করে সব উইকেট হারিয়ে ২৫৩ রান। যদিও লিটন দাস, জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করা তিন ব্যাটার মাঠ ছেড়েছেন নিজেদের ইচ্ছায়, রিটায়ার্ড হার্ট হয়ে।
বাংলাদেশের ইনিংসে সব থেকে বেশি বল খেলেন সদ্য এই ফরম্যাটে অভিষিক্ত জাকের। ১১০ বল খেলে এই ব্যাটার করেছেন ৪৮ রান। যদিও অর্ধশতক না করেই স্বেচ্ছায় উঠে যান মাঠ থেকে। স্বেচ্ছায় মাঠ ছাড়েন ৫৩ বলে ৩১ রান করা লিটন এবং ৮৭ বলে ৪১ রান করা অঙ্কনও।
নিজের ইনিংস নিয়ে গতরাতে বিসিবি প্রকাশিত একটি ভিডিও বার্তায় অঙ্কনকে জাকের বলেন, ‘এখানের কন্ডিশন আমাদের জন্য নতুন। আমার পরিকল্পনা ছিল উইকেট কেমন আচরণ করে, সেটা সম্পর্কে জানা। উইকেট যখন বুঝতে পেরেছি, তখন সেই অনুযায়ী খেলা শুরু করেছি। উইকেট একটু স্লো ছিল।'
'আমরা দুজনই ভালো জুটি করতে পেরেছিলাম। আমার মনে হয়, এখানে পরিকল্পনা করে খেলা, পরিস্থিতি যা চায়—সে অনুযায়ী(খেলতে হবে), এখানে বেশি সুইং থাকে, এর জন্য আগে থেকেই প্রস্তুতি ছিল, সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি।’
প্রস্তুতি ম্যাচে জ্বলে ওঠেন বাংলাদেশের বোলাররাও। বৃষ্টি বাগড়া দেয়ার ম্যাচে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৯ উইকেটে ৮৭ রান। ১.৪ ওভারে মাত্র এক রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান মুরাদ। হ্যাটট্রিক তুলে নেন তিনি। এ ছাড়া পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়া উইকেট পেয়েছেন অন্য পাঁচ বোলার।