ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজে হাসান মুরাদের হ্যাটট্রিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:49 Tuesday, November 19, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে ভালোই ম্যাচ প্র্যাকটিস করল বাংলাদেশের বোলাররা। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে শেষ দিনে হ্যাটট্রিক তুলে নিয়েছেন হাসান মুরাদ। প্রত্যাশিতভাবেই এই ম্যাচে ফলাফল আসেনি। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৮৭ রান তুললে ড্র মেনে নেয় দুই দল।

বৃষ্টির কারণে এ দিন দেরিতে ম্যাচ শুরু হয়। খেলা হয় মাত্র ২৫.৪ ওভার। ম্যাচের প্রথম দিন ৫ ওভার বোলিং করে এক উইকেট নেয়া বাংলাদেশের বোলাররা দ্বিতীয় দিনে ২৫.৪ ওভার বোলিং করে আরও ৮ উইকেট নেন।

১.৪ ওভারে মাত্র এক রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুরাদ। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি এই স্পিনার ২৬তম ওভারে বল হাতে নেন। সেই ওভারে এক রান দেন তিনি। পরের ওভারেই কাঙ্ক্ষিত সাফল্য পেতে শুরু করেন তিনি।

পরের ওভারের দ্বিতীয় বলে ড্যানিয়েল বেকফোর্ডকে এলবিডব্লু করেন তিনি। এরপর তৃতীয় বলে নাভিন বিদাইসিকে বোল্ড করে বিদায় করেন তিনি। চতুর্থ বলে চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুরাদ।

এ দিন পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়া উইকেট পেয়েছেন অন্য পাঁচ বোলার। ২০ রান করা জাস্টিন গ্রিভসকে মাহমুদুল হাসানের ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ ছয় ওভারে ১৫ ও তাসকিন পাঁচ ওভারে ২১ রান খরচায় দুটি করে উইকেট নেন।
এ ছাড়া শরিফুল ইসলাম তিন ওভারে ১২ রানে নেন একটি উইকেট। তাইজুল উইকেটশূন্য থাকলেও চার ওভারে দেন মাত্র চার রান। নাহিদ রানা সাত ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

প্রথম দিন জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন এবং লিটন দাসের সৌজন্যে ২৫৩ রান তোলে বাংলাদেশ। আগামী শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।