বাংলাদেশ - আয়ারল্যান্ড সিরিজ

বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন জাহানারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 21:31 Monday, November 18, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে আলো ছড়িয়ে এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে জাতীয় দলে ফিরেছিলেন জাহানারা আলম। টি-টোয়েন্টিতে সবশেষ বিশ্বকাপেও ছিলেন ডানহাতি এই পেসার। ২০ ওভারের ক্রিকেটের পর বাংলাদেশের ওয়ানডে দলেও ফিরলেন তিনি। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে জাহানারাকে। ২০২৩ সালের মে মাসের পর এবারই বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ফিরলেন তিনি।

গত বছরের সবশেষ শ্রীলঙ্কা সফরের দুটি ম্যাচে বোলিং করেছিলেন জাহানারা। যেখানে একটি ম্যাচে ৬ ওভারে ৩৫ রানে ১ উইকেট এবং অন্যটিতে ৬ ওভারে ৪৭ রান খরচায় ডানহাতি পেসার নিয়েছিলেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের পর জাতীয় দল থেকে জায়গা হারান তিনি। পরবর্তীতে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট খেলা হয়নি জাহানারার।

জাহানারার পাশাপাশি ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার মেঘলা ও তান নেহার। বাংলাদেশের হয়ে ১৮ টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি সানজিদার। ২৭ বছর বয়সী তাজ নেহারও দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ওয়ানডে খেলতে পারেননি। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।

পেস বোলিং অলরাউন্ডার দিশা অবশ্য স্ট্যান্ডবাই তালিকায় আছেন। দিশার সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা। অধিনায়ক নিগার সুুলতানা জ্যোতির ডেপুটি হিসেবে থাকবেন স্পিনার নাহিদা আক্তার।

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ৫০ ওভারের ক্রিকেটের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

বাংলাদেশের ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই: দিলারা আক্তার দোলা, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।