বোর্ডার-গাভাস্কার সিরিজ

গিল-রাহুলের চোট, দুশ্চিন্তায় ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 16:45 Saturday, November 16, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় কঠিন হয়ে পড়েছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সমীকরণ। ফাইনালে ওঠার মিশনে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ে নামতে হচ্ছে সফরকারীদের। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে ভারত শিবিরে বড় ধাক্কা। শুভমান গিলের চোটে দুশ্চিন্তা বাড়ছে ভারতের। 

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে পার্থে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেখানেই ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। জানা গেছে তিনি ফিল্ডিং করছিলেন স্লিপে। সে সময়ই তিনি বাঁ’হাতের আঙুলে চোট পান।

এরপর মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে দেখা যায় তাকে। তবে তার চোট গুরুতর কিনা তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। আগামী ২২ নভেম্বর পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

নিয়মিত ৩ নম্বরে ব্যাটিং করলেও গিলকে বিকল্প ওপেনার হিসেবেও বিবেচনায় রাখে ভারত। একদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। এই সময় পরিবারকে সময় দিতে প্রথম টেস্টে দেখা যাবে না ভারতীয় অধিনায়ককে।

ফলে ভারতের ওপেনিংয়ের বিবেচনায় ছিলেন গিল। এই ব্যাটার ছিটকে গেলে বড় সমস্যায় পড়তে হতে পারে ভারতকে। দলে আছেন আরেক ব্যাটার লোকেশ রাহুলও। মিডল অর্ডারে ব্যাটিং করলেও তারও অভিজ্ঞতা আছে ওপেনিংয়ে নামার।

রাহুল প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শর্ট বলে কুনুইয়ে চোট পেয়েছেন। এরপর তাকে আর ব্যাট করতে দেখা যায়নি। এমনকি শনিবার দলের হয়ে ফিল্ডিংও করেননি এই উইকেটরক্ষক ব্যাটার। সব মিলিয়ে এই দুই ক্রিকেটারের চোট বড় ভাবনার কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতের জন্য।