টি- টোয়েন্টি বিশ্বকাপ

‘ভারতকে ভয় পায় না বাটলারদের ইংল্যান্ড’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 18:11 Wednesday, June 26, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের পর কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিংদের দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়া ম্যাচের মতো পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে পারফর্ম করেছেন তারা। একমাত্র পাকিস্তানের বিপক্ষেই খানিকটা বেগ পেয়েছিলেন রোহিত-বিরাট কোহলিরা। যদিও শেষ পর্যন্ত বাবর আজমের দলকে টেক্কা দিয়েছে ভারত।

এখন পর্যন্ত সাত ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে তারা। বাকি একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কবলে পড়ে। ভারতের ঠিক উল্টো চিত্র ইংল্যান্ডের। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অস্ট্রেলিয়ার কাঠে হেরে যান জস বাটলাররা। পরের দুই ম্যাচে অবশেষে ওমান ও নামিবিয়ার বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছে। তবুও সেরা আটে যেতে অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে ছিল তারা।

স্কটল্যান্ডের বিপক্ষে স্কটিশরা জয় পাওয়ায় সুপার এইটে জায়গা করে নেয় ইংলিশরা। সেরা আটে অবশ্য দাপুটে পারফরম্যান্স করেছেন বাটলাররা, উঠেছেন সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ছন্দে থাকা ভারত। রোহিতের দলকে হারাতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতিকে পুঁজি করছেন নাসের হুসেন। ইংলিশদের সাবেক অধিনায়ক মনে করেন, এই ইংল্যান্ড ভারতকে ভয় পায় না।

অন্য সেমিফাইনালে সাউথ আফ্রিকার পক্ষে বাজি ধরছেন নাসের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাজি সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের পক্ষে। অ্যাডিলেডের সেই সেমিফাইনালের স্মৃতিকে সঙ্গী করেই নামবে ইংল্যান্ড। আমার মনে হয় না, এই ইংল্যান্ড দল ভারতকে ভয় পায়।’

খানিকটা শুষ্ক ও ধীরগতির উইকেটে ইংল্যান্ডের চেয়ে ভালো খেলে ভারত। উপমহাদেশের দেশ হওয়ায় তারা স্পিন উইকেট বেশি পছন্দ করেন। এদিকে কুলদীপ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজারাও হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। উইকেটে যদি বল থেমে আসে তখন ভিন্ন কিছু হতেও পারে। সেটা নিয়েই অবশ্য খানিকটা শঙ্কা আছে নাসেরের। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, ধীরগতির উইকেটে ইংল্যান্ডের ব্যাটিং নড়বড়ে।

নাসের বলেন, ‘যদি খুব শুষ্ক ও ধীরগতির পিচ হয়, তাহলে অবশ্য একটু ভিন্ন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ নিয়ে একটি ব্যাপারই বলার আছে, বাটলার ও সল্ট যদিও যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে, তবে পিচে বল যদি একটু থমকে আসে এবং মন্থর হয়, তাহলে তাদের ব্যাটিং কিছুটা নড়বড়ে এবং সেক্ষেত্রে তা প্রবলভাবে ভারতের পক্ষে থাকবে। এই ধরনের উইকেটে ইংল্যান্ডের ব্যাটিং নড়বড়ে।’

নাসেরের মতো ইংল্যান্ডের পাশাপাশি সাউথ আফ্রিকাকে ফাইনালে দেখছেন মাইকেল আথারটন। তিনি বলেন, ‘আমার মনে হয়, ভারতকে হারাতে চলেছে ইংল্যান্ড এবং আফগানিস্তানের জন্য সাউথ আফ্রিকা একটু বেশিই ভালো হয়ে উঠবে। তাই সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের মাঝে ফাইনাল হবে।’