বঙ্গবন্ধু বিপিএল

পিছিয়ে যেতে পারে বঙ্গবন্ধু বিপিএল!

শান্ত মাহমুদ

শান্ত মাহমুদ
প্রকাশের তারিখ: 18:13 মঙ্গলবার, 01 অক্টোবর, 2019

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিবিহীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।

একদিন আগেই এই আসরের দলগুলোর স্পন্সরশিপের দরপত্র জমা দেয়ার নিয়ম-কানুন জানিয়েছে বিসিবি। যেখানে টুর্নামেন্টের নিয়ম-কানুন, ভেন্যু, জার্সির নকশা, স্পন্সরদের জন্য নীতিমালার কথা উল্লেখ করা হয়েছে। এর একদিন পরই ঠিক সময়ে বিপিএল আয়োজন করা নিয়ে শঙ্কার কথা বলছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিপিএলের এবারের আসরটি ‘ব্র্যান্ড নিউ’। নাম পরিবর্তনসহ আগের কিছুই থাকছে না এবারের বিপিএলে। যে কারণে সবকিছু নতুন করে করতে হবে বিসিবিকে। বাই লজ থেকে শুরু করে, টিম স্পন্সরশিপ, খেলোয়াড়-কোচিং স্টাফ বাছাই ও তাদের পারিশ্রমিকসহ থাকা-খাওয়াও নিশ্চিত করতে হবে বিসিবিকে। কিন্তু বাকি থাকা সময়ের মধ্যে এতো কাজ করা যাবে কিনা, সেটা নিয়ে শঙ্কায় আছে বিসিবি।

ঠিক সময়ে বিপিএল আয়োজন করতে না পারার শঙ্কার কথা ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও পূর্ব নির্ধারিত সময়েই (আগামী ৬ ডিসেম্বর থেকে) বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন, ‘বিপিএল নতুন করে হচ্ছে। এটা তো নতুন ফরম্যাট। আমরা স্পন্সর পার্টনার নিয়ে করতে চাচ্ছি। এটা করতে হলে আমাদের নতুন করে বাই লজসহ সবকিছু ঠিক করতে হবে। এ কারণে আমার মনে হয় না এটা এতো তাড়াতাড়ি করা যাবে। এখানে অনেক কাজ আছে। এগুলো করতে হবে, এরপর আবার ড্রাফট আছে। এই মাসেই ড্রাফট করার কথা। ড্রাফটের আগে আমাদের বাই লজ, প্লেয়িং কন্ডিশন ঠিক করতে হবে।’

প্রায় সব কাজ বাকি থাকায় ঠিক সময়ে বিপিএল শুরু করা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। জালাল ইউনুস বলেন, ‘স্পন্সর পার্টনার হিসেবে যারা আসবে, তারা এখনও জানে না কীভাবে আমাদের সঙ্গে যুক্ত হবে। এসব কাজ যদি সারতে দেরি হয়ে যায় তাহলে সময়মতো করতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ থাকছে। তবে আমি কিন্তু বলছি না যে, সময়মতো হবে না।’

এবারের বিপিএলের দিনক্ষণ আগেই জানানো হয়েছিল। কোন কোন মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা হবে, সেটাও ঠিক করা ছিল। আগামী ৩ ডিসেম্বর উদ্বোধনী অনষ্ঠানের পর ৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের মাঠের লড়াই- এমন ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ঘোষণার আগে থেকেই দল গোছানোর কাজ শুরু করে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। মুশফিকুর রহিম, তামিম ইকবালদের নতুন ঠিকানাও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সাকিব আল হাসান দল বদলাতেই টনক নড়ে বিসিবির। তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দেয়া হয়, মুশফিক, তামিম, সাকিবদের চুক্তি বৈধ নয়।

এর কদিন পরে জানানো হয়, এবারের বিপিএল বিসিবি একাই আয়োজন করবে। সবগুলো দলের মালিক থাকবে বিসিবি। টুর্নামেন্ট আয়োজন থেকে ‍শুরু করে দল গোছানো, কোচিং স্টাফ নিয়োগ দেয়া, টিম স্পন্সরশিপ জোগাড় করা, ক্রিকেটারদের পারিশ্রমিক এবং তাদের খাওয়া-থাকা-যাতায়াতের সব দায়িত্ব পালন করবে বিসিবি। এখনও এই ঘোষণাতেই আছে বিসিবি।

বিসিবির সর্বশেষ ঘোষণায় আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সম্ভাব্য সময় নির্ধারণ করা আছে। আগের আসরের মতো সাতটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএল। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী, সিলেট এবং কুমিল্লার নামে থাকবে দলগুলো। বিসিবির নির্ধারণ করা নামের আগে বা পরে পছন্দের নাম যোগ করতে পারবে দলের মূল স্পন্সর।

দল সাজানোর নিয়মে বলা হয়েছে, প্রতিটি দল ২২ জন করে খেলোয়াড় রাখতে পারবে, যেখানে ৯ জন বিদেশি এবং ১৩ জন দেশি খেলোয়াড় থাকবে। প্রতি ম্যাচে ৩ জনের বেশি বিদেশি ক্রিকেটার একাদশে রাখা যাবে না। লিগ পর্বে ৪২টি ম্যাচ হবে। এরপর কোয়ালিফায়ার, এলিমিনেটর, ফাইনাল মিলিয়ে মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে।