বিপিএল

বিপিএলে দেশি ক্রিকেটারদের সঙ্গে অন্যায় করা হচ্ছেঃ নাফিসা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:31 বুধবার, 21 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন নিয়মের সঙ্গে একমত হচ্ছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। দেশি ক্রিকেটারদের সঙ্গে অন্যায় করা হচ্ছে বলে মনে করছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি নবায়ন না হওয়ায় বিপিএলের সামনের আসরে কোনো ক্রিকেটারকেই দলে ধরে রাখা (রিটেইন) রাখা যাচ্ছে না। ড্রাফটের বাইরে যেকোনো চুক্তিকেই অবৈধ বলে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে।

অথচ বিদেশি যেসব ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি করেছে, সেই চুক্তি অব্যাহত রাখার ব্যাপারে ইতিবাচক রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অথচ এসব চুক্তি করতে যে অর্থ লাগে, তা দিয়ে ড্রাফট থেকে আরও কয়েকজন দেশি ক্রিকেটার দলে নেয়া যায় বলে মনে করছেন নাফিসা।  

'ওনাদের কথানুযায়ী যদি নতুন করে নেওয়া হয়, তাহলে দেশি বিদেশি মিলিয়ে সবই নতুন হবে। এখন দেশি নতুন হবে এবং দুইটা বিদেশি নতুন চুক্তি হবে এটা মানাই যায় না। আমরা সবসময় দেখে আসছি দেশি প্লেয়ারদের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়।

এটা পক্ষপাতিত্ব বাড়িয়ে দেয় যে দেশিটা নতুন হবে আর বিদেশি চুক্তি বাইরে থেকে হবে। বিদেশি চুক্তি বাইরে থেকে করা হয়। কিন্তু যে পরিমাণে করা হয় সে পরিমানে ৫-৬ টা দেশি ক্রিকেটার কিনে নেওয়া হয়। এটা দেশি প্লেয়ারদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।' বুধবার বলেছেন নাফিসা।

বিপিএলের শেষ আসরে যে মডেল বা নিয়মনীতি ছিল সেগুলো এবারও রাখার পক্ষে তিনি। আরও বলেন, 'বিসিবির ঘোষণা করা সবচাইতে সফল মডেল হচ্ছে গতবারেরটা। আমরা সেটাই অব্যাহত রাখতে চাই।'