বিপিএল

বিপিএলে নাও থাকতে পারে কুমিল্লা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:50 বুধবার, 21 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগামী বছর নাও থাকতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলটির কর্ণধার নাফিসা কামাল। বুধবার বিপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।

বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে অংশ নেয়ার আগ্রহ থাকলেও নাফিসা মনে করেন টুর্নামেন্টটি একপেশে হয়েছে গেছে। তাঁর মতে বিপিএলে নির্দিষ্ট কিছু দলের স্বার্থ রক্ষা করা হচ্ছে।

এ প্রসঙ্গে নাফিসা বলেন, ‘আমি চিন্তা করছি আগামী বছর বিপিএলে থাকব কি না। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা তার অংশ হতে চাইব। আমরা অনেক বড় একটি স্টেক হোল্ডার। এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না শুধু দিয়েই যাচ্ছি।’

২০১৭ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে কম সমালোচনা হয়নি। সেবার বিপিএলের সূচিতে ছিলো না কোনো রিজার্ভ ডে। ফলে খেলা না হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ও দু’দলের মুখোমুখি দেখায় দু’বারই কুমিল্লা জেতায় তাদেরই যাওয়ার কথা ছিল ফাইনালে।

ম্যাচের মাঝপথে বৃষ্টি নামলে বিপিএল গভর্নিং কাউন্সিল রিজার্ভ ডেতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়। সেবার কুমিল্লাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় রংপুর। এই ম্যাচটি নিয়েই নিজের ক্ষোভ ঝেরেছেন নাফিসা। তিনি অভিযোগ করে বলেছেন, তাঁর কোনো দাবিই মানছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। 

‘আমার  দাবিটা কোথায় ছিল, যখন বৃষ্টি হচ্ছিল মাঠে আর আমি লিগের শীর্ষে এবং আমি ফাইনালে চলে যাব। সেখানে বলা হলো আমি ফাইনালে যাব না ম্যাচ আবার হবে। আমার দাবিটা কোথায় থাকল বুঝতে পারছি না।’