অ্যাশেজ ২০১৯

স্মিথ যখন কাতরাচ্ছিলেন, আর্চার তখন হাসছিলেন!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:34 রবিবার, 18 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

লর্ডস টেস্টের চতুর্থ দিন ইংলিশ পেসার জফরা আর্চারের ৯২.৪ মাইল বেগে ছুটে যাওয়া বল আঘাত করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথের ঘাড়ে। এর ফলে মাটিয়ে লুটিয়ে পড়েন টপ অর্ডার ব্যাটসম্যান।

স্মিথ যখন মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন, বোলার আর্চার বিপরীত প্রান্ত থেকে এগিয়েও যাননি। ব্যাটসম্যানের কাছে যাওয়া তো দূরের কথা, উইকেটরক্ষক জস বাটলারের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে হাসতে দেখা গেছে এই ইংলিশ পেসারকে।

আর্চারের এই আচরণ ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। খেলোয়াড়ি জীবনে অনেকবারই ব্যাটসম্যানকে ভূপতিত করেছেন তিনি। তবে সবার আগে ব্যাটসম্যানের কাছে ছুটে যেতেন, সেটা মনে করিয়ে দিয়েছেন সাবেক এই স্পিড স্টার।

অন্তত সৌজন্যতার জন্য হলেও এমন ঘটনার পর ব্যাটসম্যানের দিকে ছুটে যাওয়া উচিত বলে মনে করেন শোয়েব। ইংলিশ পেসার আর্চার ছিলেন এর ব্যতিক্রম। তাই তাঁর আচরণকে অশোভনীয় বলেছেন ‘রাওয়াল পিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেসার।

একটি টুইট বার্তায় শোয়েব লিখেছেন, ‘বাউন্সার খেলারই অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যখন একজন বোলার ব্যাটসম্যানের মাথায় আঘাত করবে এবং ব্যাটসম্যান পড়ে যাবে, সৌজন্যতার জন্য হলেও বোলারের সেখানে যাওয়া উচিত। দেখা উচিত ব্যাটসম্যানের কী অবস্থা। স্মিথ যখন ব্যথায় কাতরাচ্ছিলেন, আর্চারকে দেখলাম হেঁটে যাচ্ছে, এটা মোটেই শোভনীয় নয়। এমন অবস্থায় আমিই প্রথম ব্যাটসম্যানের দিকে দৌড়ে যেতাম।’