বিশ্বকাপ

বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিক পাকিস্তানঃ শোয়েব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:31 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||   

বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন সাবেক পেস তারকা শোয়েব আখতার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের গত ম্যাচে ৩২২ রান তাড়া করে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। 

টাইগারদের দুর্দান্ত এই জয়ের পর নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বার্তায় শোয়েব বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। একই সাথে মাশরাফিদের কাছ থেকে রান তাড়া করে জয়ের শিক্ষা গ্রহণ করতে বলেছেন তিনি সরফরাজ আহমেদের দলকে। শোয়েব লিখেছেন,  

'এটি ছিল একটি অসাধারণ পারফর্মেন্স। বাংলাদেশ আজকে যেভাবে খেলেছে এবং ৩২২ রান তাড়া করেছে, আশা করি আমরা এখান থেকে কিছু শিখতে পারবো। এভাবেই আপনি বিপর্যয় এড়াতে পারেন এবং বড় রান তাড়া করতে পারেন।' 

This was one clinical performance. The way Bangladesh played today and chased down 322, i hope we learn something out of it.
This is how you avoid collapses and chase big totals. #BanVsWi #cwc2019

— Shoaib Akhtar (@shoaib100mph) June 17, 2019

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র ১টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের নবমে আছে পাকিস্তান। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮৯ রানে পরাজিত হয়েছে তারা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় থাকা পাকিস্তানকে নিয়ে হতাশ সাবেক পেসার শোয়েব আখতার।