বিশ্বকাপ

বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিপিএল খেলেছিলেন ভিলিয়ার্স

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:40 বৃহস্পতিবার, 06 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৮ সালে দক্ষিন আফ্রিকা দলের তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাকে এই সিদ্ধান্ত বাদ দিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে খেলার আহ্বান করেছিলেন।

সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছিলেন তিনি। সম্প্রতি এক বিবৃতিতে একথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান নির্বাচক লিন্ডা জন্ডি। 

‘আমরা এটা পরিষ্কার করছি যে, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তাকে দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু তিনি সেটা না করে, পাকিস্তান ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে সই করেন। তিনি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি সুখে আছেন।’

অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ফিরতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে বোর্ড সেই আবেদন নাকচ করে দিয়েছে। মূলত বিশ্বকাপের জন্য সেরা দল নির্বাচন করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভিলিয়ার্সকে বিশ্বকাপের জন্য তরতাজা রাখতে, মৌসুম ধরে ধরে খেলার জন্য উপায় বাতলে দিয়েছিলেন লিন্ডা জন্ডি। তবে সেই সময় এই প্রস্তাব পছন্দ হয়নি ভিলিয়ার্সের। 

‘২০১৮ সালে অবসর না নেয়ার জন্য এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আমি জোরাজুরি করেছিলাম। যদিও তখন একটি ধারণা ছিল যে, তিনি কোন ম্যাচগুলো খেলবেন বা খেলবেন না, এ নিয়ে একটা মতপার্থক্য আছে। কিন্তু কথাটা সত্য না। বরং আমি তাকে বিশ্বকাপে তরতাজা এবং ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য মৌসুম ধরে ধরে পরিকল্পনা এবং পর্যবেক্ষণ করার বিকল্প বাতলে দিয়েছিলাম।’