পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

শেষ দুই টি-টোয়েন্টিতে রিজওয়ানকে নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:55 মঙ্গলবার, 23 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। আর তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে কিউইরা। সিরিজ জিততে হলে শেষ দুটি ম্যাচেই জিততে হবে যে কাউকে।

এমন সমীকরণ নিয়ে চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ফলে শেষ দুই ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এরই মধ্যে রিজওয়ানের স্ক্যান করানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর পর্যালোচনা করবে পাকিস্তান দলের টিম ম্যানেজমেন্ট। তবে জানা গেছে ডান কাফের পেশীতে গ্রেড ওয়ানের টিয়ার রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। এর ফলে তাকে ১০ দিনের বিশ্রামে থাকতে হতে পারেন।

রিজওয়ান ছিটকে গেলে বড় ধাক্কা খাবে পাকিস্তান। কারণ সিরিজ শুরুর আগেই চোটে পড়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার আজম খান। যদিও তার বিকল্প হিসেবে আরেক উইকেটরক্ষক ব্যাটার হাসিবুল্লাহ খানকে দলে ভিড়িয়েছে পাকিস্তান।

রিজওয়ান ছিটকে গেলে পাকিস্তানের হয়ে উইকেটের পেছনে দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে এই তরুণ উইকেটকিপারকেই। আগামী ২৫ এবং ২৭ এপ্রিল সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এরই মধ্যে দুই দল লাহোরে পৌঁছেছে।