সিপিএল

সাকিব, মিরাজ, মাহমুদুল্লাহ থেকে ব্যতিক্রম আফিফ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:10 বৃহস্পতিবার, 23 মে, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ থেকে এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলের গন্ডি পার করে তবেই ফ্র্যাঞ্চাইজি এই লীগটিতে খেলার সুযোগ মিলেছিল তাঁদের। তবে ব্যতিক্রম আফিফ হোসেন ধ্রুবর ক্ষেত্রে। 

১৯ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক টি টুয়েন্টি খেললেও ওয়ানডে কিংবা টেস্টে মাঠে নামেননি। জাতীয় দলে খেলার আগেই সিপিএলের মতো বড় টুর্নামেন্টে সুযোগ পাওয়ায় নিজেকে তাই ভাগ্যবান ভাবছেন আফিফ। মিরপুরে গণমাধ্যমের সামনে তিনি বলেছেন,  

'আসলে এই ব্যাপারটির ক্ষেত্রে আমি অনেক ভাগ্যবান যে এমন অল্প সময়েই আমি একটি ভালো সুযোগ পেয়েছি। এই সুযোগটি আমি চেষ্টা করবো যতটা সম্ভব কাজে লাগাতে পারি যেন ভবিষ্যতে আমার ভালো হয়।'

সিপিএলের এবারের আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে মাঠ মাতাবেন আফিফ। প্রথমবারের মতো জনপ্রিয় এই টুর্নামেন্টে ডাক পেয়ে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত তরুণ এই অলরাউন্ডার। বুধবার অনুষ্ঠিত সিপিএল ড্রাফট প্রসঙ্গে আফিফের ভাষ্য,  

'আমি বেশ রোমাঞ্চিত ছিলাম, নিজেও দেখছিলাম নিলামটি। এরপর যখন আমাকে নিয়েছে অনেক ভালো লাগছিল। অনেক রোমাঞ্চিত ছিলাম যে এমন একটি পরিবেশে যাবো প্রথমবারের মতো। এর আগে দেশের বাইরে এমন কোনও ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা হয়নি। সেই বিষয় নিয়ে অনেক রোমাঞ্চিত ছিলাম। এগুলো নিয়ে চিন্তা করছিলাম, এরপর অনেক পোস্ট দেখছিলাম।'

উল্লেখ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গত আসরে ব্যাট হাতে ফর্মে ছিলেন আফিফ। সিলেট সিক্সার্সের হয়ে খেলা এই তরুণ ১২ ম্যাচে ২০.৬৬ গড় এবং ১২৪.০০ স্ট্রাইক রেটে ২৪৮ রান সংগ্রহ করেছিলেন। 

এখন পর্যন্ত মোট ৩০ টি টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। যেখানে তিনি ২১.২০ গড় এবং ১২৩.২৪ স্ট্রাইক রেটে সর্বমোট ৫০৯ রান সংগ্রহ করেছেন। তাঁর রয়েছে ২টি হাফসেঞ্চুরি।