ত্রিদেশীয় সিরিজ

'ইনফর্ম সৌম্য ভয়ঙ্কর'

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:33 সোমবার, 20 মে, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

ফর্মে থাকলে সৌম্য সরকার যেকোনো দলের জন্যই ভয়ঙ্কর বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর নিজের পারফর্মেন্সকে ভিন্ন পর্যায়ে নিয়ে গেছেন সৌম্য

এমনটাই বিশ্বাস টাইগার কোচের। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে ৩ অর্ধশতকে ১৯৩ রান সংগ্রহ করেছেন সৌম্য। তবে ফর্মে ফেরার আগে তিনি অনেক কঠিন সময় কাটিয়েছেন বলে মনে করেন রোডস।

'সৌম্য একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছে। তাঁর সেঞ্চুরি এবং ডিপিএলে ডাবল সেঞ্চুরির পর থেকে। কিন্তু তাঁর কঠিন সময় গিয়েছে। সে এমন একটি ছেলে যখন সে ফর্মে থাকে, সত্যিই সে ভয়ঙ্কর।'

ত্রিদেশীয় সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে পারফর্ম করে গেছেন সৌম্য। ফাইনালে ৬৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে সহায়তা করেছেন।

সৌম্যর এই ধারাবাহিক ফর্মের প্রশংসা করেছেন রোডস। টাইগার কোচ মনে করেন এখন সৌম্যকে মানুষজন সমর্থন দেবে। দলের ম্যানেজমেন্টও তাকে অনেক সমর্থন দিচ্ছে বলে জানালেন তিনি।

'সত্যি এটা ভালো লাগছে যে সে ফর্ম ধরে রাখছে এবং আমি আশা করছি মানুষ তাকে কিছুটা সমর্থন দিবে। কারণ সে অসাধারণ খেলোয়াড়। আমরা তাকে সমর্থন দিচ্ছি এবং আস্থা রাখছি।'