আইপিএল ২০১৯

অষ্টমবারের মত ফাইনালে চেন্নাই, দিল্লীর স্বপ্নভঙ্গ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 23:41 শুক্রবার, 10 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অষ্টম বারের মত ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। এর আগে ৭ বার ফাইনাল খেলে ৩বার শিরোপা জিতেছে দলটি। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রবিবার নিজেদের চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে চেন্নাই।

তবে চেন্নাইয়ের জয়ের দিন স্বপ্নভঙ্গ হয়েছে দিল্লী ক্যাপিটালসের। নতুন নাম নিয়ে এবারের আসর শুরু করা দলটি দ্বিতীয় কোয়ালিফাইয়ারের শুক্রবার হেরেছে ৭ উইকেটে। এর আগে আরও তিনবার প্লে-অফ পর্ব থেকে ছিটকে গিয়েছিল দলটি। 

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দুই ওপেনার পৃথ্বী শ এবং শিখর ধাওয়ানকে দলীয় ৩৭ রানের মধ্যে হারিয়ে বসে দিল্লী। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে ২০ রানের জুটি গড়ার পর ফেরেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো।

৫৭ রানে ৩ উইকেট তুলে নিয়ে দিল্লীকে চাপে ফেলে দলটির রানের গতি কমিয়ে দেয় চেন্নাই। মাঝের ওভার গুলোতে চেন্নাইয়ের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লী।

একপ্রান্ত আগলে ধরে ব্যাট করতে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত দলীয় সর্বোচ্চ ৩৮ রান নিয়ে বিদায় নিলে স্কোবোর্ডে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সক্ষম হয় ক্যাপিটালসরা। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন দিপক চহর, হরভজন সিং, ডোয়াইন ব্রাভো এবং রবিন্দ্র জাদেজা।

১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এবারের আসরে প্রথম বারের মত জ্বলে উঠে চেন্নাইয়ের উদ্বোধনী জুটি। ফাফ ডু প্লেসিস এবং শেন ওয়াটসন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৮১ রান। ফাফ ফিফটি হাঁকিয়ে ফিরলেও রায়নার সঙ্গে জুটি বাঁধেন ওয়াটসন।

তিনিও তুলে নেন ফিফটি। তবে ব্যক্তিগত ৫০ রানে ওয়াটসন ফিরে যাওয়ার পর দলীয় ১২৭ রানে রায়নাকে বিদায় করেন অক্ষর প্যাটেল। শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি ৮ রান করে বিদায় নিলেও ৬ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই।

সংক্ষিপ্ত স্কোরঃ

দিল্লী ক্যাপিটালসঃ ১৪৭/৯ (২০ ওভার) (পান্ত ৩৮, জাদেজা ২/২৩)

চেন্নাই সুপার কিংসঃ ১৪১/৪ (১৮ ওভার) (ডু প্লেসিস ৫০, ওয়াটসন ৫০, ট্রেন্ট বোল্ট ১/২০)