নারী আইপিএল

হেরেও ফাইনালে জাহানারার ভেলোসিটি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:30 শুক্রবার, 10 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুপারনোভাসের কাছে ১২ রানে হেরেছে মিতালি রাজ-জাহানারা আলমের ভেলোসিটি। তবে পরাজিত হয়েও ফাইনালে জায়গা করে নিয়েছে ভেলোসিটি।

জয়পুরে টসে হেরে ব্যাট করতে নেমে সুপারনোভাস নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছে তিন উইকেটের বিনিময়ে ১৪২ রান। জবাবে তিন উইকেটে ১৩০ রান করে থেমেছে মিতালিরা।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যে দুই ওপেনার হাইলি ম্যাথিউস (১১) ও শেফালী ভার্মাকে (২) হারায় ভেলোসিটি। এরপর ৩৩ বলে ৪৩ রান করে ফিরেন ড্যানিয়েল ওয়াট।

তারপর অধিনায়ক মিতালি রাজ (৪২ বলে ৪০*) ও ভেদা কৃষ্ণমূর্তি (২৯ বলে ৩০* রান) চেষ্টা করলেও দলকে আর জেতাতে পারেননি।

এর আগে সুপারনোভাসের হয়ে ৪৮ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেছেন তিন নম্বরে নামা জেমিমাহ রোদ্রিগাস। তাঁর ইনিংসে ছিল দশটি চার ও একটি ছক্কার মার।

এছাড়া চামারি আতাপাত্তু করেন ৩৮ বল খেলে ৩১ রান। বাংলাদেশ থেকে খেলতে যাওয়া জাহানারা এদিন উইকেটশুন্য ছিলেন। কিছুটা খরুচে বোলিং করেছেন তিনি। 

চার ওভার বল করে ৮.৫০ ইকোনমি রেটে ৩৪ রান দিয়েছেন। আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল ভেলোসিটি। গ্রুপ পর্ব শেষে দুই ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয়তে অবস্থান করছে তাঁরা।  

আসরের বাকি দুই দলও দুইটি ম্যাচ খেলে একটিতে জিতেছে। রানরেটে এগিয়ে থাকায় শনিবারের ফাইনাল খেলবে শীর্ষ দুই দল অর্থাৎ সুপারনোভাস এবং ভেলোসিটি।

সংক্ষিপ্ত স্কোরঃ

সুপারনোভাসঃ ১৪২/৩, ওভারঃ ২০

জেমিমাহ ৭৭*, চামারি ৩১; অ্যামেলিয়া ২/২১, শিখা ১/১৭

ভেলোসিটিঃ ১৩০/৩, ওভারঃ ২০

ড্যানিয়েল ৪৩, মিতালি ৪০*; রাধা ১/৩০, পুনাম ১/১৩