বিশ্বকাপ বাছাইপর্ব

বিশ্বকাপ খেলার দৌড়ে পাপুয়া নিউগিনি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:05 সোমবার, 25 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউগিনি। চলতি বছরেই টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিবে তাঁরা।

চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই জয় পেয়েছে পাপুয়া নিউগিনি। ফিলিপাইনের বিপক্ষে অবশিষ্ট ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গিয়েছে। এমন অর্জনে মিডিয়ার সামনে পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদোল্লাহ ভালা জানান,

'আমাদের এমন মঞ্চে যেতে পারার সুযোগ পেয়ে ভালো লাগছে। আমরা অনেক পরিশ্রম করেছি এখানে আসতে। সবাইকে ধন্যবাদ এমন একটি সুন্দর আসরের অংশ হওয়ার জন্য।

'আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন হচ্ছে আইসিসির টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নির্বাচিত হওয়াটা। আমাদের দলে ভালো ভারসাম্য আছে, আশা করি আমরা ভালো করব।'
 
আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের সঙ্গে যোগ দিবে পাপুয়া নিউগিনি। চলতি বছরের ১১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব।

এখান থেকে শিরোপাজয়ী দল খেলবে ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের বাকী নয়টি দেশ হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং উইন্ডিজ।