ইংল্যান্ড ক্রিকেট

প্রজন্মের সেরা সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মরগান

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:58 রবিবার, 24 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরে বিশ্বকাপের পাশাপাশি অ্যাশেজ সিরিজও খেলবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এমন সুযোগ এক প্রজন্মে একবারই আসে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান।

জশ বাটলার, জো রুট, বেন স্টোকসরা বিশ্বকাপের পর অ্যাশেজ সিরিজেও দলের সঙ্গে থাকছেন। ইংল্যান্ড ক্রিকেটের দুটো বৃহৎ আসরে খেলার ব্যাপারেও ক্রিকেটাররা সচেতন, দাবি মরগানের।

'দুই দল মিলে বড় একটি গ্রীষ্ম উপভোগ করতে যাচ্ছি। আর একই খেলোয়াড়রা বিশ্বকাপ ও অ্যাশেজ খেলতে যাচ্ছে, দুটোর গুরুত্বই তাঁরা বুঝতে পারছে।

'এই দুটো আসরের মধ্যে বিশাল পার্থক্য আছে। এটা একটি বড় বছর হতে যাচ্ছে। বলতে পারেন এমন ঘটনা এক প্রজন্মে একবারই আসে।'  

তবে টেস্ট ক্রিকেটের চাইতে ওয়ানডে ক্রিকেটে নিজেদের এগিয়ে রাখছেন মরগান। ওয়ানডে ক্রিকেটে আগ্রাসী ভঙ্গিমায় খেলা কাজে লেগেছে টেস্ট ক্রিকেটেও মনে করছেন তিনি।

'গত চার বছরে আমাদের ক্রিকেটের ব্যাপক পরিবর্তন হয়েছে। এসময়ে আমরা ৫০ ওভারের ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছি। এতে আমাদের দলের ভালো হয়েছে, দল ভালো পারফর্মেন্স করার স্পৃহা পেয়েছে।'