বিপিএল ৬

যেকোনো সময় বিপিএল ছাড়বেন ওয়ার্নার!

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:06 বৃহস্পতিবার, 17 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

কনুইয়ের ইনজুরির কারণে বিপিএল থেকে যেকোনো সময় দেশে ফিরে যাবেন সিলেট সিক্সার্সের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্রের দেয়া সূত্র থেকে জানা গিয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে আগামী ১৯ তারিখের ম্যাচটি হতে পারে এবারের আসরে ওয়ার্নারের শেষ ম্যাচ।

রংপুর রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে ব্যাথা অনুভব করছিলেন ওয়ার্নার। তাঁকে ডান হাতের কনুই চেপে ধরে রাখতেও দেখা গিয়েছিলো। 

সূত্রমতে আগামী ২১শে জানুয়ারিতেই অস্ট্রেলিয়া ফিরে যেতে পারেন এই অজি হার্ডহিটার। এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই মুখপাত্র বলেছেন, 

'ডেভিড তাঁর ডান হাতের কনুইয়ের ইনজুরিতে ভুগছে। সে ২১ তারিখ সোমবার ফিরে আসতে পারে অস্ট্রেলিয়ায়। তবে ফিরে আসা পর্যন্ত যে কয়টি ম্যাচ আছে সেগুলোতে সে খেলবে।সে আসার পরই আমরা পরিষ্কার হতে পারবো তাঁর এই ইনজুরির ব্যাপারে।'  

সিক্সার্সের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন এই অস্ট্রেলিয়ান তারকা। এর মধ্যে দুইটিতে অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। সর্বশেষ ম্যাচে রংপুরকে পরাজিত করার পেছনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার, তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ বলে অপরাজিত ৬১ রান করেছেন তিনি।

উল্লেখ্য ডেভিড ওয়ার্নারের এই কনুইয়ের ইনজুরি নতুন কিছু নয়। বেশ অনেকদিন আগে থেকেই কনুইয়ের সমস্যায় ভুগছিলেন তিনি। এবার বিপিএলে খেলতে সেই পুরনো ইনজুরিই মাথা চাড়া দিয়ে উঠেছে তাঁর।

এর আগে একই ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে পড়তে হয়েছে ওয়ার্নারের স্বদেশী স্টিভ স্মিথকে। এই দুই অস্ট্রেলিয়ানের অনুপস্থিতি যে বিপিএলে জৌলুস অনেকটাই কমিয়ে দিবে তা বলাই বাহুল্য।