বাংলাদেশ ক্রিকেট লিগ

তাসামুলের ব্যাটে তাকিয়ে ইস্ট জোন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:06 বৃহস্পতিবার, 22 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

আগের দিনের ২ উইকেট হারিয়ে ৩৩৫ রান নিয়ে ব্যাট করতে নেমে বিসিএলের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে নর্থ জোন অল আউট হয়েছে ৪৪৫ রানে। মূলত দুই সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম ও জহুরুল ইসলাম ফিরে যাওয়ার পরই শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া।

নর্থ জোনের ইনিংস বড় হতে দেননি  ইস্ট জোনের দুই বোলার হাসান মাহমুদ ও এনামুল হক জুনিয়র। আগের দিন ১০০ রানে অপরাজিত থাকা জহুরুল আউট হয়েছেন মাত্র ৪ রান যোগ করে ১০৪ রানে।

আর নাঈম ১১১ রান নিয়ে ব্যাট করতে নেমে ফিরেছেন ১৩৭ রান করে। তাছাড়া, আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া মিজানুর ৯২ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন।

শেষ দিকে জিয়াউর রহমানের ২৯ ও শরিফুলের ১২ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছুতে পারেননি। ফলে দলটি অল আউট হয়ে যায় ৪৪৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে নেই ইস্ট জোনও।

দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৫ রান। অপরাজিত আছেন তাসামুল হক ২৪ রান নিয়ে। এদিকে বড় রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪৬ রানেই ওপেনার শামসুর রহমান শুভর উইকেট হারায় ইস্ট জোন।

তিনি ২৪ রান করে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের শিকার হয়েছেন। এরপর দ্রুতই ফিরে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান (৫) ও আফিফ হোসেন (৯)। দুজনই শিকার হয়েছে এবাদত হোসেনের।

চতুর্থ উইকেটে ৫২ রান যোগ করেছেন রনি তালুকদার ও তাসামুল হক। রনি ৫৪ রান করে সানজামুলের দ্বিতীয় শিকার হলে এই জুটি ভাঙে। তৃতীয় দিনে অপরাজিত ব্যাটসম্যান তাসামুলের দিকেই তাকিয়ে থাকবে ইস্ট জোন।

স্কোরকার্ডঃ

টসঃ ইস্ট জোন টসে জিতে ফিল্ডিংয়ে

নর্থ জোনঃ ৪৪৫/২ (৮১ ওভার) (মিজানুর ৯২, জুনায়েদ ২৮, ফরহাদ ১২, নাঈম ১৩৭ ও জহুরুল ১০৪; রাহী ৮১/২ , সাইফুদ্দিন ৪৭/১, এনামুল জুনিয়র ১২২/৩ ও হাসান ৮৪/৪)

ইস্ট জোনঃ ১২৫/৪ ( রনি ৫৪, শামসুর ২৪ ও তাসামুল ২৪*; এবাদত ২৬/২ ও সানজামুল ১৭/২)