এনসিএল

শিরোপা জয়ের সুবাস পাচ্ছে রাজশাহী

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:46 বুধবার, 07 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শিরোপা ঘরে তোলার লক্ষ্যে ব্যাট করছে রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচ জিততে হলে তাদেরকে করতে হবে আর ১০২ রান, হাতে আট উইকেট। 

২৮৪ রানের লক্ষ্যে এরই মাঝে দুই উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছে তাঁরা। দুই ওপেনার মিজানুর রহমান এবং সাব্বির হোসেন করেছেন যথাক্রমে ৩০ এবং ৪৯ রান। এই দুজন ফিরে গেলে জুনায়েদ সিদ্দিকী এবং অধিনায়ক জহুরুল ইসলাম ব্যাট করতে নামেন।

তৃতীয় দিন শেষে জুনায়েদ করেছেন ৬৫* রান। জহুরুলের সংগ্রহ ২৫* রান। বরিশালের হয়ে সোহাগ গাজি এবং তানভির ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৪৬ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় বরিশাল। 

সর্বোচ্চ ৯৭ রান আসে আল আমিন হোসেনের ব্যাট থেকে। ফরহাদ রেজা দলের পক্ষে নেন চার উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ৯৭ রানে অলআউট হয়ে গিয়েছিল বরিশাল। মোহর শেখ একাই নিয়েছিলেন পাঁচ উইকেট।

বরিশালকে অল্পতে থামিয়ে দিয়ে সুযোগ নিতে পারেনি রাজশাহী। তাঁরা প্রথম ইনিংসে করেছে মাত্র ১৬০। মূলত মনির হোসেনের বোলিং তোপেই উড়ে গেছে রাজশাহীর ইনিংস। রাজশাহীর হয়ে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। 

সাব্বির হোসেন (১১), জুনায়েদ সিদ্দিকী (৭৮), জহুরুল ইসলাম (২৫) আর ফরহাদ রেজা (৩২) ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। বরিশালের হয়ে দারুণ এক হ্যাটট্রিকে একাই পাঁচ উইকেট দখল করেছেন মনির হোসেন। 

দুইটি করে উইকেট নিয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী। একটি উইকেট গিয়েছে তানভির ইসলামের ঝুলিতে।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ

টসঃ- রাজশাহী বিভাগ (ফিল্ডিং)
বরিশাল প্রথম ইনিংসঃ ৯৭ 
আল আমিন ২৫; মোহর শেখ (২৪/৫)
রাজশাহী প্রথম ইনিংসঃ ১৬০
জুনায়েদ সিদ্দিকী ৭৮; মনির হোসেন (১৪/৫)
বরিশাল দ্বিতীয় ইনিংসঃ ৩৪৬
আল আমিন ৯৭; ফরহাদ রেজা (৫৯/৪)
রাজশাহী দ্বিতীয় ইনিংসঃ  ১৮২/২ (লক্ষ্য ২৮৪)
জুনায়েদ সিদ্দিকী ৬৫*; তানভির ইসলাম (৩৫/১)
শেষ দিনে জয়ের জন্য রাজশাহীকে করতে হবে আর ১০২ রান, হাতে আট উইকেট

বরিশাল বিভাগঃ- শাহরিয়ার নাফিস, সালমান হোসেন, ফাজলে মাহমুদ রাব্বি, আল আমিন, মোসাদ্দেক হোসেন, নুরুজ্জামান, শামসুল ইসলাম (উইকেটরক্ষক), সোহাগ গাজি, কামরুল ইসলাম রাব্বি (অধিনায়ক), মনির হোসেন, তানভির ইসলাম।

রাজশাহী বিভাগঃ- জহুরুল ইসলাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ, মুক্তার আলি, সাব্বির রহমান, সাব্বির হোসেন, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম।