বিপিএল৬

অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে সিলেট সিক্সার্স

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:11 সোমবার, 29 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে সিলেট পর্বে টানা ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল স্বাগতিক সিলেট সিক্সার্স। তবে, সিলেট পর্বের পরই খেই হারিয়ে ফেলে দলটি। এর পর আগে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। 

পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে সেবার আসর শেষ করেছিল দলটি। আগামী আসরকে সামনে রেখে শিরোপা জয়ের লক্ষ্যেই দল সাজিয়েছে সিলেট সিক্সার্স। প্লেয়ার্স ড্রাফটের আগেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে নিয়ে ব্যপক আলোচনার জন্ম দিয়েছে তারা।

সিলেট সিক্সার্সের আরেক চমক নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে। তাছাড়া, দলটির শক্তি বাড়িয়েছেন সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরানের মতো তারকারা।

দেশি ক্রিকেটারদের মধ্যে নাসির হোসেন ও সাব্বির রহমানকে রিটেইন করেছে সিলেট সিক্সার্স। তাছাড়া আইকন ক্রিকেটার হিসেবে এবারের আসরে তারা দলে ভিড়িয়েছে লিটন দাসকে।

সাম্প্রতিক সময়ে এই ব্যাটসম্যান দারুণ ফর্মে আছেন। তাছাড়া, বল হাতে আলো ছড়াতে মুখিয়ে আছেন তাসকিন আহমেদ। সদ্যই ইনজুরি কাটিয়ে ফিরেছেন তিনি। বিপিএলকেই তিনি তাই পাখির চোখ করছেন। 

এদিকে, তরুণ খেলোয়াড়দের মধ্যে স্পিন বোলিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, জাকির আলী অনিক, আর আফগানিস্তানের গুলবাদিন নাইব আছেন। দলের অভিজ্ঞতা বৃদ্ধি করবেন অলক কাপালী ও নাবিল সামাদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা।

সিলেট সিক্সার্সঃ

নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।