লিটনের বক্তব্য

ঘাটতি পূরণে সফল লিটন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:46 মঙ্গলবার, 16 অক্টোবর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত একটি শতক হাঁকিয়ে সকল সমালোচনার জবাব দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। টানা রান খরার পর ভারতের বিপক্ষে সেই ১২১ রানের ইনিংসটি যেন পরম আশীর্বাদ হয়ে এসেছিল লিটনের কাছে। 

টুর্নামেন্টটি শেষে সেই ফর্ম তিনি ধরে রেখেছেন চলমান জাতীয় ক্রিকেট লীগেও (এনসিএল)। রাজশাহী বিভাগের বিপক্ষে দ্বিশতক হাঁকিয়েছেন রংপুরের এই ব্যাটসম্যান। এখন তাঁর লক্ষ্যটি আরও বড়। সামনের দিনগুলোতে নিজেকে আরও মেলে ধরতে চান তিনি। লিটন বলেন,

'আমার মূল লক্ষ্য এটাই (পারফর্মেন্স ধরে রাখা)। আমার মনে হয় আমি যখন ঘরোয়া ক্রিকেটে খেলি, তখন ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে থাকি। ওই জিনিসটাই ঘাটতি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। আমি চেষ্টা করছি, আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক ভাবে পারফর্ম করে যাওয়ার।'

এনসিএলে দ্বিশতক হাঁকালেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতকের থেকে আর কোন কিছুই গুরুত্বপূর্ণ নয় লিটনের কাছে। বিশেষ করে এশিয়া কাপে প্রথম কয়েকটি ম্যাচে ভাল করতে না পারার পর এভাবে রানে ফেরাটা তাঁকে বেশি তৃপ্ত করছে,

'অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরি বেশি গুরুত্ববহ। আপনারাও ভাল জানেন, আমি অনেক দিন ধরেই ব্যাক ফুটে ছিলাম। পারফর্ম করাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। একই সাথে আমার জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, এটা আমার জন্য অনেক ব্যাপার', বলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।