সাকিব-তামিমদের অভিজ্ঞতা

পরিবেশই অভিজ্ঞ ক্রিকেটার তৈরির অন্তরায়- ফাহিম

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:47 মঙ্গলবার, 16 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সাকিব আল হাসান এবং তামিম ইকবালরা যখন তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন তখন বাংলাদেশ দল জয় পেত কালেভদ্রে। কিন্তু বর্তমানে পরিস্থিতি পুরোই ভিন্ন। এখনকার দলটি মাঠে নামে এশিয়া কাপের মত বড় টুর্নামেন্ট জয়ের চ্যালেঞ্জ নিয়ে। যে চ্যালেঞ্জ কিনা সাকিব তামিমদের অভিষেকের পর নিতে হয়নি। ফলে নিজেদের পরিণত করে নেয়ার সুযোগ পেয়েছিলেন তাঁরা। 

আর এখানেই পার্থক্য খুঁজেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এবং অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম। অভিজ্ঞ ক্রিকেটার গড়ে তোলার পেছনে তিনি মূল বাঁধা হিসেবে দেখেছেন এদেশের ক্রিকেটের পরিবেশকেই,

'যারা অভিজ্ঞ ক্রিকেটার আছেন তাঁরা জানেন কিভাবে চাপ সামলাতে হয়। এটি আমাদের পরিবেশের দোষ যেটি তাঁদেরকে অভিজ্ঞ করতে দিচ্ছে না,' ডেইলি স্টারকে বলেছেন ফাহিম।  সাকিব তামিমদের সময়কালের সাথে বর্তমান ক্রিকেটারদের পার্থক্য তুলে ধরে তিনি আরও বলেন,

'সাকিব, তামিম এবং অন্যান্য ক্রিকেটারদের পরিবর্তন ছিল বর্তমান ক্রিকেটারদের থেকে অনেকটাই ভিন্ন। বর্তমান ক্রিকেটাররা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে হবে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে- পূর্বে এমনটা ছিল না।'

শুধু তাই নয়, অভিজ্ঞতার কারণেই সাকিব যদি টানা তিনটি ম্যাচ না খেলেন এরপরেও দারুণভাবে ফিরে আসতে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন ফাহিম। কিন্তু সাকিবের জায়গায় যদি লিটনের মত ক্রিকেটার থাকতেন তাহলে হয়তো তিনি সেভাবে ফিরতে পারতেন না। আর তখন নেতিবাচক উক্তির বন্যাও বয়ে যাবে লিটনকে ঘিরে। এই বাস্তবতাটি মানছেন ফাহিমও। বলেছেন, 

'ধরুন সাকিব তিনটি ম্যাচ খেললো না, সে আবারও ফিরে আসতে পারবে এবং আত্মবিশ্বাসী থাকবে, কিন্তু লিটন যদি তিনটি ম্যাচ না খেলে সে দ্বিধান্বিত হয়ে পড়বে অন্যান্যদের মতো এবং সকলে তাঁর নেতিবাচক দিক নিয়ে কথা বলতে থাকবে।'