জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

বৃষ্টির কবলে জাতীয় লিগের দুই ম্যাচ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:12 সোমবার, 15 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচ ড্র হয়েছিল। মূলত ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে হওয়া বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ম্যাচই নির্বিঘ্নে শেষ হতে পারেনি।

তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচেও এর প্রভাবে একটি বলও মাঠে গড়ায়নি। সারাদেশের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও বরিশাল ও কক্সবাজারের আবহাওয়া স্বাভাবিক হয়নি এখনও।

টানা বৃষ্টি অব্যহত আছে। এমন অবস্থায় টস করতেও নামতে পারেনি দলগুলো। সকাল সাড়ে নয়টায় খেলা শুরুর কথা থাকলেও মাঠ ও আবহাওয়া অনুকূলে না থাকায় লাঞ্চের পরপর প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয় দুই মাঠেই।

বরিশালের বিভাগীয় স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে স্বাগতিক বরিশালের বিপক্ষে খেলার কথা ছিল রাজশাহীর। আর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে খেলার কথা ছিল সিলেট ও ঢাকা বিভাগের।

দুই রাউন্ডের খেলা শেষে বেশ সুবিধাজনক অবস্থানে আছে রাজশাহী বিভাগ। প্রথম স্তরে দুই ম্যাচে ড্র নিয়ে মোট ৯.৪৮ পয়েন্টের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী। প্রথম দুই ম্যাচে ড্র করেও বরিশাল আছে তিন নম্বরে। তাদের পয়েন্ট ৬.১১।

আর দ্বিতীয় স্তরে ১টি জয় ও ১টি ড্রতে ১১.৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। ১ পরাজয় ও ১ ড্রতে ২.৫ পয়েন্ট পাওয়া সিলেটের অবস্থান চতুর্থ। উল্লেখ্য, এবারই প্রথম বারের মতো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খেলা হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।