বিপিএল ২০১৯

দেশের বাইরে যাচ্ছে বিপিএল?

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 10:44 মঙ্গলবার, 11 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে গিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসর। আর ষষ্ঠ আসরের ম্যাচগুলো হবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের স্টেডিয়ামে।

তবে বিপিএলের পরের আসর থেকে এই লীগকে সারাবিশ্বে আরও ছড়িয়ে দিতে চায়  গভর্নিং কাউন্সিল। যেকারণে বাংলাদেশের বাইরে লীগটি আয়োজন করার চিন্তা ভাবনা করছেন তারা।

বাংলাদেশের বাইরে বিপিএল হলে আরও জনপ্রিয় হয়ে উঠবে বিপিএল। এমনটাই মনে করেন, বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সময় সংবাদকে তিনি জানিয়েছেন,  

'এটাকে গ্লামারাস করার জন্য হয়তো আমরা বাইরে করতে পারি। এবছরই যদি একান্তই না হতো তাহলে আমরা বাইরে করা যায় কিনা চিন্তা করতাম। ভেন্যু আমরা ঠিক করিনি তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাত সামনে চলে আসে।'

সেই সঙ্গে জালাল ইউনুস আরও জানান, তারা বিপিএল আয়োজন করতে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে চান। যেন একটা নির্দিষ্ট সময়েই শুধু বিপিএল অনুষ্ঠিত হয়। তার ভাষায়,

'এই বছরে যেহেতু নির্বাচন তাই আমরা নভেম্বর-ডিসেম্বরে করতে চাচ্ছি না। আমরা চেষ্টা করবো মার্চের পরে, আইপিএল যেভাবে স্লট নিয়ে নিচ্ছে ওইরকম স্লট নিয়ে নেয়া যায় কিনা।'

২০১৯ সালের ৫ জানুয়ারি মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের ৬ষ্ঠ আসরের। গেল আসরের মত এবারের আসরে থাকছে মোট ৭টি দল। বরিশাল বুলস এবারের বিপিএলও খেলতে পারবেনা বলে জানিয়েছেন জালাল ইউনুস।  

সূত্রঃ সময় সংবাদ