সাউথ আফ্রিকা - শ্রীলঙ্কা সিরিজ

লঙ্কান পেসে গুঁড়িয়ে গেল প্রোটিয়াদের টপ অর্ডার, এরপর বৃষ্টি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 বুধবার, 27 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সকাল থেকেই মেঘলা ছিল ডারবানের আকাশ। বৃষ্টি আসবে এমনটা তাই প্রত্যাশিতই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বেরসিক বৃষ্টিতে প্রথম দিনে খেলা হয়েছে মোটে ২০.৪ ওভার। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে পেস সহায়ক কন্ডিশনে সাউথ আফ্রিকার টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। ৪ উইকেটে ৮০ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা।

ডারবানের কিংসমিডে টস জিতে প্রত্যাশিতভাবেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। অধিনায়কের এমন সিদ্ধান্ত অবশ্য বিফলে যেতে দেননি লঙ্কান পেসাররা। ইনিংসের তৃতীয় ওভারেই এইডেন মার্করামকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন আসিথা ফার্নান্দো। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া লেংথ ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্যাচ দিয়েছেন।

শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার সহজ ক্যাচ লুফে নিলে মাত্র ৯ রানে ফিরতে হয় মার্করামকে। আরেক ওপেনার টনি ডি জর্জি ফিরেছেন পরের ওভারে। বিশ্ব ফার্নান্দোর দারুণ এক ডেলিভারিতে এজ হয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে। কামিন্দু মেন্ডিস ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিলে ৪ রানে থামতে হয় ডি জর্জিকে।

সেখান থেকে ঘুরে দাঁড়াতে ট্রিস্টিয়ান স্টাবসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন টেম্বা বাভুমা। তবে তাদের দুজনের জুটি খুব বেশি বড় হতে দেননি লাহিরু কুমারা। ডানহাতি পেসারের একটু লাফিয়ে ওঠা ডেলিভারিতে এজ হয়েছেন স্টাবস। ক্যাচ দিয়েছেন তৃতীয় স্লিপে থাকা দিমুথ করুনারত্নের হাতে।

খানিকটা থিতু হয়ে যাওয়া ব্যাটার ফিরেছেন ৩৮ বলে ১৬ রানে। একটু পর ডেভিড বেডিংহামকেও ফিরিয়েছেন লাহিরু। লঙ্কান পেসারের অফ স্টাম্পে পড়ে ভেতরে ঢোকা এক ডেলিভারিতে ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে ভেঙেছে বেডিংহামের স্টাম্প। ফিরতে পারতেন বাভুমাও। লাহিরুর বলে পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছিলেন।

যদিও নো বল হওয়ায় বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। পরবর্তীতে বৃষ্টিতে বন্ধ হয় খেলা। কয়েক দফার বৃষ্টিতে শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি। যার ফলে মাত্র ২০.৪ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হয়েছে। কাইল ভেরেনা ৯ ও বাভুমা অপরাজিত আছেন ২৮ রানে। সাউথ আফ্রিকার টপ অর্ডারকে ‍গুঁড়িয়ে দেয়ার দিনে লাহিরু দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন আসিথা ও বিশ্ব।