টি-টেন লিগ

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, বাংলা টাইগার্সের হার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:28 বুধবার, 27 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যালেক্স হেলসের ব্যাটিং ঝড়ের আড়ালে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বাকিরা সবাই যেখানে হেলসের চার-ছক্কায় উড়ে গেছেন সেখানে ২ ওভারে ১৭ রান নিয়ে একমাত্র উইকেটটা নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাট হাতেও রানের দেখা পেয়েছেন তিনি। চারটি চার ও একটি ছক্কায় ১৯ বলে অপরাজিত ২৯ রান করেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের এমন পারফরম্যান্সের পরও আজমান বোল্টসের বিপক্ষে ৩১ রানে হেরেছে বাংলা টাইগার্স।

শেখ জায়েদ স্টেডিয়ামে জয়ের জন্য ১৩৪ রান তাড়ায় বাংলা টাইগার্সকে প্রত্যাশিত শুরু এনে দিতে পারেননি হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ। তাদের দুজনের উদ্বোধনী জুটি ভেঙেছে ইনিংসের দ্বিতীয় ওভারেই। মুজিব উর রহমানের মিডল স্টাম্পের বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারার চেষ্টায় জেমস নিশামের হাতে ক্যাচ দিয়েছেন শাহজাদ। নর্দান ওয়ারিয়র্সের সঙ্গে ২৫ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলা আফগান ওপেনার ফিরেছেন মাত্র ৬ রানে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি দাসুন শানাকা। লঙ্কান ব্যাটারকে ফিরিয়েছেন নিশাম। নিউজিল্যান্ডের ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে পয়েন্টের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে থার্ডম্যানে সীমানার কাছে দাঁড়িয়ে থাকা শেভন ড্যানিয়েলের হাতে ক্যাচ দিতে হয়েছে তাকে। শানাকা ফিরেছেন ১ রানে। পরের ওভারে আউট হয়েছেন জাজাইও।

মোহাম্মদ মহসিনের দুর্দান্ত এক ইয়র্কারে কোন জবাবই ছিল বাঁহাতি এই ওপেনারের। নর্দান ওয়ারিয়র্সের সঙ্গে হাফ সেঞ্চুরি করা জাজাইকে সাজঘরের পথে হাঁটতে হয়েছে ৯ বলে ১৭ রানে। একই ওভারে লিয়াম লিভিংস্টোনকেও ফিরিয়েছেন মহসিন। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের ব্যাক অব লেংথ ডেলিভারিতে থার্ডম্যান দিয়ে কাট করতে চেয়েছিলেন লিভিংস্টোন। তবে এজ হয়ে উইকেটের পেছনে থাকা সাফির তারিকেকে ক্যাচ দিয়েছেন ৬ রান করা ইংলিশ এই ব্যাটার।

অন্য ব্যাটারদের ব্যর্থতায় দ্রুতই রান তুলছিলেন ইফতিখার আহমেদ। তবে সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে পাকিস্তানের ব্যাটারকে। নিশামের বলে মিড অফে ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন সাকিব। ইফতিখার সাড়া দিলেও যথাসময়ে স্ট্রাইক প্রান্তে পৌঁছাতে পারেননি। হেলসের দারুণ এক থ্রোতে ইফতিখারকে ফিরতে হয়েছে ৮ বলে ২১ রানের ইনিংস খেলে। শেষ দিকে অপরাজিত ২৯ রান করলেও বাংলা টাইগার্সকে জেতাতে পারেননি সাকিব। আজমানের হয়ে দুটি উইকেট নিয়েছেন মহসিন।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্সের বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন হেলস। সমান ছয়টি করে ছক্কা ও চারে মাত্র ৩০ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ইংলিশ ওপেনারের পাশাপাশি আজমান বোল্টসের হয়ে ড্যানিয়েল ২৭ এবং নিশাম ২০ রানে অপরাজিত ছিলেন। মাত্র এক উইকেট হারিয়ে ১০ ওভারে ১৩৩ রান তোলে তারা। বাংলা টাইগার্সের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন সাকিব।