|| ডেস্ক রিপোর্ট ||
সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না রোহিত শর্মা। চোটের কারণে পার্থে খেলা হয়নি শুভমান গিলেরও। এমন দুজনকে ছাড়া ভারতের ভড়কে যাওয়ার ভয় ছিল আগে থেকেই। প্রথম ইনিংসে হয়েছেও তাই। তবে দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল, বিরাট কোহলি ও যশস্বী জয়সাওয়ালরা দারুণভাবে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের সামলে বড় পুঁজি এনে দিয়েছেন। তবে ভারতের পার্থ জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে জসপ্রিত বুমরাহ।
দারুণ সব ইয়র্কার, স্লোয়ার কিংবা বাউন্সারের সঙ্গে একই লাইনে নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রেখেছেন। উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেনদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া ডানহাতি পেসার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। প্রথম টেস্টে দুই ইনিংসে মিলে ৭২ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন বুমরাহ।
এমন পারফরম্যান্সের পর আবারও আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতের এই পেসার। দুই ধাপ এগিয়ে যাওয়া বুমরাহ পেছনে ফেলেছেন জশ হেজেলউড ও সাউথ আফ্রিকার কাগিসো রাবাদাকে। চলতি বছরে তৃতীয়বারের মতো শীর্ষে উঠেছেন তিনি। এর আগে ফেব্রুয়ারিতে এবং অক্টোবরে সবার উপরে ছিলেন বুমরাহ। বর্তমানে ৩০ বছর বয়সী পেসারের রেটিং পয়েন্ট ৮৮৩।
ভারতের পেসারদের মাঝে যা ক্যারিয়ার সেরা রেটিং। বুমরাহর চেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (৯০৪) এবং রবীন্দ্র জাদেজা (৮৯৯)। ভারতের ব্যাটারদের মাঝে উন্নতি হয়েছে জয়সাওয়াল, কোহলিদের। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন জয়সাওয়াল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া প্রথম সেঞ্চুরিতে পেছনে ফেলেছেন হ্যারি ব্রুক ও কেন উইলিয়ামসনকে।
দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দুইয়ে উঠে এসেছেন জয়সাওয়াল। এক ধাপ করে পিছিয়ে গেছেন ব্রুক ও উইলিয়ামসন। ভারতের বিপক্ষে দুই ইনিংসেই রানের দেখা না পাওয়া স্মিথ দুই ধাপ পিছিয়ে সাতে নেমে গেছেন তিনি। দুই ইনিংসে ১০৩ রান করে ১১ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে উঠে এসেছেন লোকেশ রাহুল। অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি ৭৪তম স্থানে আছেন।
ব্যাট হাতে লম্বা সময় রানের দেখা পাচ্ছিলেন না কোহলি। মাঝে হাফ সেঞ্চুরি পেলেও ভারতের ব্যাটার সেঞ্চুরি পেয়েছিলেন দেড় বছর আগে। পার্থে অবশ্য সেঞ্চুরির খরা কাটিয়েছেন তিনি। ১০ বছরে প্রথমবারের মতো সেরা বিশের বাইরে যাওয়া কোহলি সেঞ্চুরি করে এগিয়েছেন ৯ ধাপ। বর্তমান ডানহাতি এই ব্যাটার আছেন ১৩তম স্থানে। বোলারদের মাঝে মোহাম্মদ সিরাজ তিন ধাপ এগিয়ে ২৫ নম্বরে আছেন।