|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের নিলামে থাকলে প্রতিবারই বেন স্টোকসকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এক সময় আইপিএলে সবচেয়ে দাবি বিদেশি ক্রিকেটার হিসেবেও খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার। তবে গত কয়েক আসর ধরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
এবারের আইপিএলের মেগা নিলামেও নাম দেননি স্টোকস। এবার জানা গেছে দেশের হয়ে খেলার জন্য নিজের শরীরকে পাকাপোক্ত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০১৪ সালে আইপিএলের নিলামে প্রথম নাম দিয়েছিলেন স্টোকস।
সেবার সাড়ে ১৪ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস। সেই আইপিএলে প্রায় ১৪৩ স্ট্রাইক রেট ৩১৬ রানের সঙ্গে ১২ উইকেট নিয়ে ম্যান অব দা টুর্নামেন্ট হন তিনি। এরপর ১২ কোটিতে একবার রাজস্থান রয়্যালস ও আরেকবার ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল চেন্নাই।
সেই স্টোকসই এবার নিজের নামই নিবন্ধন করেননি আইপিএলের মেগা নিলামে। এর ফলে আগামী ৩ আসরেও আইপিএলে দেখা যাবে না স্টোকসকে। ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে এখন আর দেখা যায় না স্টোকসকে। তবে স্টোকসের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই।
এদিকে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়ে স্টোকস বলেছেন, 'এত বেশি ক্রিকেট আছে সামনে… এটা আড়াল করার কোনো ব্যাপার নয় যে, আমি ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছি। অবশ্যই চাই, যতদিন সম্ভব খেলে যেতে। সেটিই পথে গুরুত্বপূর্ণ হলো নিজের শরীর দেখভাল করা ও নিজের খেয়াল রাখা।'
আইপিএলে না খেললেও স্টোকসকে দেখা যাবে এসএ টোয়েন্টিতে। সেখানে সময়, চাপ, ভ্রমণ, ওয়ার্কলোড, সবই অনেক কম। তাই এসএ টোয়েন্টিতে বেঁছে নিয়েছেন স্টোকস। তবে ইংল্যান্ডের জার্সি গায়ে খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
স্টোকস বলেছেন, 'এখানে ব্যাপারটি হলো, কোন খেলাগুলোকে প্রাধান্য নেব ও কখন কোথায় খেলব। সাউথ আফ্রিকায় খেলব সামনে… সব মিলিয়ে সামনে কী কী আছে এবং ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘ করতে কী করা উচিত আমার, সেই সিদ্ধাই গুরুত্বপূর্ণ। যতদিন সম্ভব ইংল্যান্ডের জার্সি গায়ে চাপাতে চাই আমি।'