|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের মধ্যকার ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। রংপুর এই ম্যাচ জিতলে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পারত। কিন্তু প্রথম ইনিংসে মেট্রোর ৪৭৫ রানের বিশাল সংগ্রহের পর নিজেদের প্রথম ইনিংসে ৩০১ রান করে পিছিয়ে যায় মেট্রো।
অবশ্য বল হাতে দ্বিতীয় ইনিংসেই ঘুরে দাঁড়ায় দলটি। তারা মেট্রোকে অল আউট করে দেয় ১১৮ রানে। তবে শেষদিন জয় তুলে নেয়ার জন্য যথেষ্ট সময় হাতে ছিল না রংপুরের সামনে। ফলে ঢাকার দ্বিতীয় ইনিংসের পরই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা।
ঢাকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ২৩ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ৩ নম্বরে। আর ৩৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে সিলেট বিভাগ। নিষ্প্রাণ ড্রয়ের ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন রংপুরের পেসার মেহেদী হাসান।
তিনি একাই নিয়েছেন ৭ উইকেট। ডানহাতি এই পেসার ১৪ ওভারে ২৫ রানে নেন ৭ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন আরিফুল হক, নজরুল ইসলাম ও তানবির হায়দার। ম্যাচের শেষদিন ৯ উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল রংপুর।
আগের দিন ৩৯ রানে অপরাজিত ব্যাটার তানবির এদিন হাফ সেঞ্চুরি তুলে নেন ১৫৩ বলে। তার ব্যাটে ভর করেই ৩০১ রানের পুঁজি পায় রংপুর। তানবির আউট হয়েছেন ৭১ রান করে। যদিও শেষ পর্যন্ত ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন নজরুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মেট্রো। ২১ রানের মধ্যে তারা হারায় উপরের সারির ৪ ব্যাটারকে। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন আরিফ আহমেদ। আর ২৩ রান আসে আশরাফুল ইসলামের ব্যাট থেকে।