|| ডেস্ক রিপোর্ট ||
পারল না চট্টগ্রাম বিভাগ। শেষদিনের রোমাঞ্চে খুলনা বিভাগের বিপক্ষে ৫৮ রানে হেরে গেল দলটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে শেষদিনে কোনও সম্ভাবনাই সৃষ্টি করতে পারেনি চট্টগ্রাম।
২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিনই সাত উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। ১১৮ রানে শেষদিনের খেলা শুরু করে তারা। মোহাম্মদ আশরাফুল হাসান ২৮ এবং আহমেদ শরিফ ৫ রানে দিন শুরু করেন।
দিনের শুরুতেই ব্রেক থ্রু এনে দেন আল আমিন হোসেন। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন আশরাফুল। ৪৬ বলে ৩১ রান করে বিদায় করেন তিনি। দলীয় ১৪৫ রানে বাকি দুটি উইকেটও হারায় চট্টগ্রাম।
দুটি উইকেটই নেন মেহেদী হাসান রানা। ৫৪ বলে ২৩ রান করা আহমেদ শরিফকে ফেরানোর পর এনামুল হক আশিককেও বিদায় করেন তিনি। সহজ জয়ের দিনে খুলনার হয়ে ৬৭ রান খরচায় পাঁচ উইকেট নেন আল আমিন।
শেষের দুই উইকেটসহ ৩৬ রান খরচায় তিন উইকেট নেন রানা। ২৬ রান খরচায় দুই উইকেট নেন মাসুম খান টুটুল। প্রথম ইনিংসে অমিত মজুমদারের ৭৫ রানের সৌজন্যে ২০৪ রান করে খুলনা। জবাবে পারভেজ হোসেন ইমনের ১০৭ রানের ইনিংসে চট্টগ্রাম করে ২২০ রান।
এরপর গতকাল এনামুল হক বিজয়ের ৭৫ এবং শেখ পারভেজ জীবনের ৫২ রানের সৌজন্যে ২১৯ রান তোলে খুলনা। শেষ রাউন্ডের আগেই অবশ্য জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট। দিনের আরেকটি ম্যাচে বরিশাল বিভাগকে পাঁচ উইকেটে হারিয়েছে দলটি। আসরে সবচেয়ে বেশি পয়েন্ট (৩৭) পেয়েই শিরোপা নিশ্চিত করেছেন অমিত হাসানের দল।