আইপিএল

‘অবিশ্বাস্য প্রতিভা’ বৈভবকে দলে পেয়ে উচ্ছ্বসিত রাজস্থান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:12 মঙ্গলবার, 26 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের নিলামে তাক লাগিয়েছেন বৈভব সুরিয়াভানশি। ভারতের ১৩ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য আইপিএল নিলামে নাম দিয়েই আলোড়ন তুলেছিলেন। সেটা আরেকবার দেখা গেল নিলামের টেবিলেও। অভিশ্বাস্য এই প্রতিভাকে দলে পেয়ে উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস।

নিলামের মাঝে রাজস্থানের রয়্যালসের প্রধান নির্বাহী জেইক ম্যাকক্রাম জানান, বৈভবকে আরও আগে থেকেই নজরে রেখেছিলেন তারা। যার কারণে সোমবারের আইপিএল নিলামে এক কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান।

অথচ তরুণ এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি। সেখান থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ি করে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। নিলামের দিন তার আনুষ্ঠানিক বয়স ১৩ বছর ২৪৩ দিন।

রাজস্থানের প্রধান নির্বাহী ম্যাকক্রাম বলেন, 'নাগপুরে আমাদের হাই পারফরম্যান্স সেন্টারে ছিল সে। সেখানে সে ট্রায়াল দিয়েছে এবং আমাদের সেখানকার কোচিং স্টাফদের মুগ্ধতা উপহার দিয়েছে। সে অবিশ্বাস্য এক প্রতিভা এবং অবশ্যই সেই আত্মবিশ্বাস তো থাকতেই হবে যেন আইপিএলের মানের সঙ্গে তাল মেলাতে পারে।'

'সামনের কয়েক মাসে তাকে আরও উন্নত করে তোলার জন্য অনেক কাজ করা হবে। তবে অসাধারণ এক প্রতিভা সে এবং তাকে আমাদের ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত।'

অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আসর রানধির ভার্মা টুর্নামেন্টে গত বছর ৩৩২ রানের ইনিংস খেলেন বৈভব। গত বছর চার দলের অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলদেশের বিপক্ষে ৭৫ রানের একটি ইনিংস খেলেন তিনি। মাত্র ১২ বছর বয়সে গত জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক হয়।

গত সেপ্টেম্বরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেন বৈভব। নিলামের দুই দিন আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অভিষেক ম্যাচে ২ ছক্কায় ১৩ রান করেন তিনি।