বাংলাদেশ- সাউথ আফ্রিকা সিরিজ

‘সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:26 বৃহস্পতিবার, 24 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেট থেকে ইতোমধ্যেই অবসর নিয়েছেন সাকিব আল হাসান। তার জায়গায় মেহেদী হাসান মিরাজই হবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার, এমনটা মনে করেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। যদিও এ কথার সঙ্গে এখনই একমত নন মিরাজ।

বাংলাদেশের হয়ে ৭১টি টেস্ট খেলেছেন সাকিব। ব্যাটে-বলে মুহুর্মুহু অর্জন বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ব্যাট হাতে পাঁচটি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরিসহ সাড়ে চার হাজারের বেশি (৪৬০৯ রান) রান করেছেন তিনি।

উইকেট নিয়েছেন ২৪৬টি। এর মধ্যে দুইবার দশ উইকেট, ১৯ বার পাঁচ উইকেট এবং ১১ বার চার উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশকে খাদের কিনারা থেকে বল হাতে ম্যাচ জিতিয়েছেন অসংখ্যবার। অপরদিকে বছরখানেক ধরে টেস্টে ধারাবাহিক হয়েছেন মিরাজ।

এই ম্যাচে ৯৭ রান ছাড়াও পাকিস্তান সফরেও পৃথক দুই টেস্টে ৭৭ এবং ৭৮ রানের ইনিংস খেলেন মিরাজ। তার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৮১ রানের আরেকটি ইনিংস আসে তার ব্যাটে। গত বছরও নিচের দিকে নেমে দুটি হাফ সেঞ্চুরি এবং একটি ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।

সাকিবের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, 'সবাই সবসময় একটা কথা বলে যে, সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই কিন্তু অনেক বড় অর্জন করেছেন বাংলাদেশের হয়ে। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। আর আমারটা যদি দেখেন, ধারাবাহিক রান করা শুরু করেছি মাত্র এক-দুই বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছেন।'

'তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়। একজন ক্রিকেটারকে আরেকজনের সঙ্গে তুলনা না করাই শ্রেয় আমার মনে হয়। আমরা সবাই জানি, সাকিব ভাইয়ের অর্জন কত। আর আমি যেখানে ব্যাটিং করি... ৭-৮ নম্বরে। সাকিব ভাই সবসময় টপ-অর্ডারে (ওপরের দিকে) ব্যাটিং করেছেন। তো এটা একটা বাধা। আমার যখন সময় আসবে, অবশ্যই আমি চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো করতে।'

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে অবসর নিতে চাইলেও শেষপর্যন্ত তা পারেননি সাকিব। রাজনৈতিক কারণে নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে শেষমুহূর্তে দুবাই থেকে দেশে আসতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে সবাইকে সাকিবের পাশে থাকার আহ্বান জানান মিরাজ।

তিনি আরও বলেন, 'সাকিব ভাইয়ের বিষয়টা তো আমরা সবাই জানি। তিনি কী কারণে আসতে পারেননি বা খেলতে পারেননি, এটা আমার মনে হয় না কারও কাছে অজানা। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশের হয়ে তিনি অনেক অর্জন করেছেন। অস্বীকার করতে পারব না। যেহেতু একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমার মনে হয়, সবাই তার পাশে থাকা উচিৎ।'