|| ডেস্ক রিপোর্ট ||
আগের দিনই বরিশাল বিভাগ ২০৫ রানে অল আউট হয়েছিল। জবাবে ১ বলের জন্য নেমে কোনো না হারিয়েই রাজশাহী বিভাগ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। তৃতীয় দিনে তারা ২৭৫ রান করে অল আউট হয়েছে। ফলে তারা ৭০ রানের লিড নিশ্চিত করেছে।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বরিশাল ৩ ওভারে ১০ রান করে দিনের খেলা শেষ করেছে। আব্দুল মজিদ ৮ ও ইফতেখার হোসেন ১ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। এদিকে দিনের শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাব্বির হোসেনকে হারায় রাজশাহী।
এরপর হাবিবুর রহমান ও মিজানুর রহমান মিলে যোগ করেন ৪১ রান। হাবিবুর ফেরেন ২৭ রান করে। আর মিজানুরের ব্যাট থেকে সেছে ২১ রান। এরপর ফরহাদ হোসেন ৭ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে রাজশাহী।
যদিও মেহরব হোসেন ও প্রিতম কুমারের ব্যাতে দুশো পেরিয়ে লিডের স্বপ্ন দেখে দলটি। প্রিতম পেতে পারতেন সেঞ্চুরি। তিনি ১৪৯ বলে ৮০ রান করে আক্ষেপে পুড়েছেন। এরপর নিহাদ উজ জামানের ৩৩ ও ওয়াসি সিদ্দিকির অপরাজিত ৩৪ রানে ভালো লিড নিশ্চিত করে রাজশাহী।
বরিশালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও সালমান হোসেন ইমন। দুটি উইকেট পেয়েছেন মঈন খান আর একটি করে উইকেট পান তানভির ইসলাম ও মইনুল ইসলাম। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া এই ম্যাচের শেষদিনে নাটকীয় কিছু না হলে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচটি।