মাহমুদউল্লাহর শেষের শুরুর আভাস দিলেন শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:54 শুক্রবার, 04 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চাপের মুখে একা দাঁড়িয়ে ম্যাচ বের করে আনায় বাংলাদেশে অন্য সবার থেকে যোজন-যোজন এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে ১৬ রানের কার্যকরী ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন। তবে টুর্নামেন্টের বাকি অংশে বলার মতো কিছু করে দেখাতে পারেনি অভিজ্ঞ এই ব্যাটার। বয়স ৩৮ পেরিয়ে যাওয়া মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ৫০ ওভারের ক্রিকেটের দলে ফেরা মাহমুদউল্লাহ এগোতে পারেন চ্যাম্পিয়নস ট্রফিতে কেন্দ্র করে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই বছর বাকি থাকায় কবে নাগাদ তিনি অবসর নেবেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ায় অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে আরও বেশি কথা উঠছে।

বেশিরভাগ দলই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন্দ্র করে তরুণদের নিয়ে দল সাজাচ্ছে। সেখানে ভারত সফরেও রেখে দেয়া হয়েছে ৩৯ বছর ছুঁইছুঁই মাহমুদউল্লাহকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও কতদিন খেলবেন সেটাও এখনো পরিস্কার নয়। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অবশ্য মাহমুদউল্লাহর বিদায়ের ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত। ভারত সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও মাহমুদউল্লাহ নির্বাচকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

মাহমুদউল্লাহকে নিয়ে পরিষ্কার ধারণা নেই বাংলাদেশের অধিনায়কেরও। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। হয়ত নির্বাচকদের সাথে কথাও বলবেন। আমি খুব একটা ক্লিয়ার না। অবশ্যই নির্বাচক ও বোর্ডের সাথে যোগাযোগ হবে।’

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) হয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। এমনকি ভারত সফরের আগে মিরপুরে হওয়া টি-টোয়েন্টি দলের প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে চার-ছক্কায় আলো ছড়িয়েছেন তরুণ এই ব্যাটার। স্কোয়াডে থাকার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জায়গায় পাননি শামীম। ধারণা করা হচ্ছে, অভিজ্ঞ মাহমুদউল্লাহ থাকায় শামীমকে বিবেচনা করেননি নির্বাচকরা।

প্রস্তুতি ম্যাচে রান না করা মাহমুদউল্লাহকে টেনে শামীমকে নিয়ে জানতে চাইলে, দুজনের তুলনায় চটেছেন শান্ত। বাংলাদেশের ক্রিকেটে মাহমুদউল্লাহর অবদানের কথাও সামনে এনেছেন তিনি। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘ভাই কার সাথে কার তুলনা করছেন? রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ অনেক ম্যাচ হয়ত শেষ করে আসতে পারেননি।’

‘কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে উনার অনেক অবদান আছে। শামীম তরুণ, খুবই ভালো করছে। কিন্তু এই জায়গায় এখনই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলকে ভালোভাবে সার্ভিস দিবে। রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেনি এটা আমার কাছে একদমই ম্যাটার করে না।’