পাকিস্তান ক্রিকেট

বাজে পারফরম্যান্স ঢাকতে ‘ধর্মের’ সাহায্য নিচ্ছেন রিজওয়ান দাবি শেহজাদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:10 বৃহস্পতিবার, 04 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। এরপর থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের তুলোধোনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এরই মধ্যে মোহাম্মদ রিজওয়ানের কড়া সমালোচনা করেছেন আহমেদ শেহজাদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের খারাপ পারফরম্যান্স আড়াল করতে ‘ধর্মের’ সাহায্য নিচ্ছেন রিজওয়ান। এমন বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের এই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০.৯০ স্ট্রাইক রেটে ১১০ রান করেছিলেন রিজওয়ান।

এই উইকেটরক্ষক ব্যাটারের সমালোচনা করে শেহজাদ বলেন, ‘এটা সত্যিই হতাশাজনক যে কিছু খেলোয়াড় অপ্রয়োজনীয় সাংবাদিক সম্মেলন করছেন এবং ধর্মের কার্ড খেলে বিশ্বকাপে তাদের খারাপ পারফরম্যান্স লুকিয়ে রাখছেন'

তিনি আরও লিখেছেন, 'যখন তারা তাদের ফিটনেস নিয়ে মিথ্যা বলেন এবং যখন তারা স্বীকার করে যে তারা মাঠে অভিনয় করছিলেন, তখন ধর্ম কোথায় যায়? ধর্ম কি আপনাকে অন্যকে ধোঁকা দিতে এবং মাঠে মিথ্যা বলতে শেখায়?’

এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও পরামর্শ দিয়েছেন। বিশ্বকাপের মাঝ পথেই পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস দিয়েছিলেন। সেই ব্যবস্থা কার্যকর করার পরামর্শ দিয়েছেন তিনি।

শেহজাদ আরও বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি দলে যে বড় অস্ত্রোপচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভুলে যেতে দেব না। আমরা অবস্থান নিয়েছি এবং এই পাকিস্তানি দল সঠিক পথে না আসা পর্যন্ত আমরা পিছিয়ে যাব না।’