জাতীয় ক্রিকেট লিগ

সানজামুলের ৬ উইকেটে রাজশাহীর নাটকীয় জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 18:12 Tuesday, November 5, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পরও বরিশাল বিভাগের বিপক্ষে জয় তুলে নিয়েছে রাজশাহী বিভাগ। মূলত স্পিনার সানজামুল ইসলামের ঘূর্ণিতেই বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে।

প্রথম দিন খেলা না হলেও পরবর্তী দুই দিনে শেষ হয়েছিল দুই দলের দুই ইনিংস। শেষ দিনে বরিশালকে ১৩৭ রানে গুটিয়ে দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করে রাজশাহী। ফলে ১৫ ওভারে ৬৮ রানের সহজ লক্ষ্য পায় রাজশাহী বিভাগ। সেই লক্ষ্য ১৫ ওভারেই পেরিয়ে গেছে দলটি।

বরিশাল বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করেছিল। এরপর ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। সেখান থেকে আর লড়াই করতে পারেনি দলটি। বরিশালের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন তাসামুল হক। আর ২১ রান এসেছে তানভির ইসলামের ব্যাট থেকে। 

আর তাতেই কোনোমতে দেড়শর কাছাকাছি পৌঁছে দলটি।  সানজামুল ৪০ রান খরচায় নেন ৬টি উইকেট। আর ৩টি উইকেট নেন ওয়ালিদ। একটি উইকেট যায় সাব্বির হোসেনের ঝুলিতে। সহজ লক্ষ্য পেয়েও ভালো শুরু পায়নি রাজশাহী।

দলীয় ৫ রানেই ফিরে যান দলটির ওপেনার সাব্বির হোসেন। তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। এরপর রানের খাতাই খুলতে পারেননি ওয়াসি সিদ্দিকী। যদিও মিজানুর রহমান ১৬ রান করে আউট হয়ে যান। ওপেনার হাবিবুর রহমান করেন ১৮ বলে ১৭ রান।

শেষ পর্যন্ত মেহরব হোসেনের ৩১ বলে ২৩ ও প্রিতম কুমারের ১০ বলে ৫ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়েই মাঠ ছাড়ে রাজশাহী। বরিশালের হয়ে কামরুল ইসলাম রাব্বির ২টি উইকেট নিয়েছেন। আর একটি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও তানভির ইসলাম।