টি-টোয়েন্টি বিশ্বকাপ

রোহিতের বিধ্বংসী ইনিংসে সেমিফাইনালে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 00:25 Tuesday, June 25, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ভারত অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারালে এবং বাংলাদেশ আফগানিস্তানকে ৩১ রানে হারাতে পারলে গ্রুপ-১ থেকে ভারত এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারত, এমন সমীকরণের দিনে রোহিত শর্মার ঝড়ে ভারত ঠিকই জিতেছে। যদিও ব্যবধান মাত্র ২৪ রান। আর তাই বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন আরও কঠিন হয়ে গেল।

অস্ট্রেলিয়াকে টপকে সেমিফাইনালে পৌঁছাতে গেলে আফগানিস্তানকে ১৬০ রানের লক্ষ্য দিয়ে কমপক্ষে ৬২ রানে হারাতে হবে টাইগারদের। অথবা পরে ব্যাটিং করলে ১৩ ওভারের মাঝেই তাড়া করতে হবে লক্ষ্য। বাংলাদেশের জয়ে ব্যবধানে কিছুটা হেরফের হলেই সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।

অপরদিকে বাংলাদেশকে শুধু হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। এমনকি ম্যাচটি পরিত্যক্ত হলেও সেমিফাইনালে চলে যাবে আফগানরা। এদিকে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী ইংল্যান্ড।

বিশাল লক্ষ্য তাড়ায় এ দিনও ভারতের সামনে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছিলেন ট্রাভিস হেড। তার ব্যাটে চড়ে অস্ট্রেলিয়া থামে সাত উইকেটে ১৮১ রান তুলে। জসপ্রীত বুমরাহর বলে রোহিতের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৪৩ বলে নয়টি চার ও চারটি ছক্কায় ৭৬ রান করেন হেড।

রান তাড়ায় অধিনায়ক মিচেল মার্শ করেন ২৮ বলে ৩৭ রান। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১২ বলে ২০ এবং টিম ডেভিড ১১ বলে ১৫ রান করলেও তাদের থিতু হতে দেননি ভারতের বোলাররা। ভারতের হয়ে ৩৭ রান খরচায় তিন উইকেট নেন আর্শদিপ সিং, ২৪ রানে দুটি উইকেট নেন কুলদিপ যাদব।

রোহিত শর্মার ১৯ বলে হাফ সেঞ্চুরির দিনে পাঁচ উইকেটে ২০৫ রান তোলে ভারত। এ দিন অবশ্য শূন্য রানেই ফিরেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারে জস হ্যাজেলউডের শিকার হওয়ার আগে পাঁচটি বলও খেলেন তিনি, যদিও রানের খাতা খুলতে পারেননি।

তারপর আট ওভারের মধ্যেই ৮৭ রানের জুটি গড়েন রোহিত ও ঋষভ পান্ত। মাঝে মিচেল স্টার্কের এক ওভারে ২৯ রানও নেন তিনি। মাঝে বৃষ্টি এসে বাগড়া দিলেও রোহিতের ঝড় থামেনি। কিছুক্ষণ পর আবারও খেলা শুরু হয়।

অবশেষে আটটি বিশাল ছক্কার সঙ্গে সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ৯২ রানে থামেন রোহিত। ১২তম ওভারের দ্বিতীয় বলে তাকে বোল্ড করেন স্টার্ক। এই ইনিংসে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি তোলেন হিটম্যান, যা এই বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি।

এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দুইশ ছক্কার মাইলফলকও স্পর্শ করেন রোহিত। এছাড়া একক প্রতিপক্ষের বিপক্ষেও সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন ভারতের অধিনায়ক। অস্ট্রেলিয়ারর বিপক্ষে টি-টোয়েন্টিতে মোট ২৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে রোহিত ফিরলেও রানের চাকা সচল রাখেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও শিভম দুবেরা। স্টার্কের দ্বিতীয় শিকার হওয়া সূর্যকুমার করেন ১৬ বলে ৩১ রান।

এ ছাড়া দুবে ২২ বলে ২৮ এবং হার্দিক ১৭ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দুইশ রান পার করান। একটি ছক্কায় ৫ বলে ৯ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।