আইপিএল

সংযুক্ত আরব আমিরাতে সরে যাচ্ছে আইপিএলের দ্বিতীয় ভাগ!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 12:23 Saturday, March 16, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন পরে থেকেই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে বিলিয়ন ডলার এই লিগ। এরই মধ্যে আইপিএলের প্রথম ২১ দিনের সূচি ঘোষণা করেছে আয়োজকরা।

মূলত ভারতের লোকসভা নির্বাচনের কারণে পুরো আইপিএলের সূচি প্রকাশ করতে পারেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। জোর গুঞ্জন রয়েছে আইপিএলের দ্বিতীয় ভাগের খেলা হতে পারে ভারতের বাইরে।

এক্ষেত্রে বিকল্প ভেন্যু হতে সবচেয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে তাদের ক্রিকেটারদের পাসপোর্ট জমা দিতে বলেছে। এরপর থেকেই ভারতে বাইরে আইপিএল আয়োজন নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এর আগেও বেশ কয়েকবার ভারতের বাইরে আইপিএল আয়োজন করা হয়েছে। বিশেষ করে ২০১৪ সালে সাধারণ নির্বাচনের কারণে আইপিএলের প্রথমার্ধ হয়েছিল সাউথ আফ্রিকায়। এরপর ২০২০ আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

অবশ্য সেবার করোনার প্রাদুর্ভাবের কারণে আইপিএল ভারতের বাইরে আয়োজন করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপর ২০২১ আইপিএলেরও শেষভাগের ম্যাচগুলো আরব আমিরাতে সরিয়ে নিতে হয়েছিল তাদের। এরপর অবশ্য ২০২২ ও ২০২৩ আইপিএল ভারতেই আয়োজন করা হয়েছে।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে বলেছে, 'ভারতীয় নির্বাচন কমিশন শনিবার বিকাল ৩টায় নির্বাচনের সময়সূচী ঘোষণা করবে। এরপর, বিসিসিআই সিদ্ধান্ত নেবে আইপিএল ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরিত করা হবে কিনা।'

বিসিসিআইয়ের বেশ কয়েকজন কর্মকর্তা এখন দুবাইতে অবস্থান করছেন। নির্বাচনের সূচি ঘোষণার পরই আইপিএল সংযুক্ত আরব আমিরাতে স্থানাস্তরিত করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। এ কারণেই তারা নিজেদের প্রস্তুত রাখছে বলে জানিয়েছে সূত্রটি।

সূত্রমতে, 'বর্তমানে, বিসিসিআইয়ের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা দুবাইয়ে আছেন। দুবাইতে আইপিএলের দ্বিতীয়ার্ধ হবে কিনা তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে, সবুজ সংকেত পেলেই বাঁকি সময়সূচি ঘোষণা করবে বিসিসিআই।'