|| ডেস্ক রিপোর্ট ||
পুরো টুর্নামেন্টে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কেউই পাত্তা পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের সামনে। ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল সুমাইয়া আক্তারের দল। তবে ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটা জানা ছিল না। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেট হারানোয় ফাইনালে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাকে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে বাংলাদেশ সবকটিতে জিতলেও পাকিস্তান জিততে পারেনি একটিতেও। ফলে একটি ম্যাচ জিতেই ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে লঙ্কান মেয়েরা।
কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েদের। এদিন জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। আনোসা নাসিরের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার সূবর্ণা।
পরের ওভারে অবশ্য মুবিন আহমেদের বিপক্ষে টানা তিন চার মারেন মোছাম্মদ ইভা। যদিও তাকে ইনিংস বড় করতে দেননি আনোসা। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়ে ফিরেছেন ১০ বলে ১৪ রান করা ইভা। তিনে নামলেও ইনিংস বড় করতে পারেননি জান্নাতুল মাওয়া। লাইবা নাসিরের বলে ডিপ এক্সট্রা কভারে আরিশা আনসারির হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
জান্নাতুলের ব্যাট থেকে এসেছে ১২ বলে ৯ রান। এরপর অধিনায়ক সুমাইয়ার সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন আফিয়া আসিমা ইরা। ৩৮ রানের দারুণ ইনিংস খেলা সুমাইয়াকে ফিরিয়ে তাদের দুজনের জুটি ভাঙেন আনোসা। বাঁহাতি এই স্পিনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
এদিকে পরের ওভারে আউট হয়েছেন আফিয়া। মাহিনুর আফতাবের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে থাকা আরিশার হাতে ক্যাচ দিয়েছেন পাঁচে নামা এই ব্যাটার। বাংলাদেশকে জয় থেকে ৬ রান দূরে রেখে আউট হওয়া আফিয়ার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ১৬ রান।
একই ওভারে কভারে থাকা আয়মান ফাতিমাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৪ রান করা আশরাফি ইয়াসমিন অর্থী। কয়েক বলের ব্যবধানে বাংলাদেশের ৩ উইকেট তুলে নিলেও জয় আটকানো যায়নি। শেষ পর্যন্ত ৩ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা। পাকিস্তান হেরে যাওয়ায় ফাইনালে উঠে যায় শ্রীলঙ্কা।
এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রানের পুঁজি পায় পাকিস্তানের মেয়েরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন সামিয়া আফসার। এ ছাড়া আরিশার ব্যাট থেকে এসেছে ২৬ রান। বাংলাদেশের মেয়েদের পক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন।