|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছর শুরু হতে যাচ্ছে নারীদের আইপিএলের দ্বিতীয় আসর। যার নিলাম শুরু হবে আগামী ৯ ডিসেম্বর। নিলামের আগে ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার পেসার মারুফা আকতার ও অলরাউন্ডার রাবেয়া খান। ড্রাফট থেকে মোট ১৬৫ জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন।
চলতি বছর ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি পেসার মারুফা। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ৭ উইকেট। যদিও এশিয়ান্স গেমস ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে কিছুটা নিষ্প্রভ ছিলেন ১৮ বছর বয়সী এই ডানহাতি বোলার।
ড্রাফটে নাম লেখানো আরেক বাংলাদেশি রাবেয়াও পাকিস্তান নারীদের বিপক্ষে সিরিজ জয়ে বেশ ভালো অবদান রেখেছেন। যেখানে টি-টোয়েন্টি সিরিজে তিন উইকেট নেয়ার পাশাপাশি ওয়ানডেতেও তুলেছিলেন পাঁচ উইকেট। অবশ্য এবারই প্রথম নয় নারীদের এই টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন।
আসন্ন নিলামের মোট ১৬৫ জন খেলোয়াড়ের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজির মাত্র ৩০টি স্লট খালি আছে। সেখানে বিদেশি ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে ৯টি স্লট। এবার প্রথম সেটের বেস মূল্যে রাখা হয়েছে ৫০ লক্ষ্য ভারতীয় রুপি। এই সেটের জন্য নিবন্ধিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন এবং অস্ট্রেলিয়ার কিম গার্থ।
দ্বিতীয় সেটের বেস মূল্য রাখা হয়েছে ৪০ লক্ষ্য ভারতীয় রুপি। যেখানে চারজন ক্রিকেটারকে নিবন্ধন করা হয়েছে। তৃতীয় সেটের বেস মূল্য রাখা হয়েছে ৩০ লক্ষ্য ভারতীয় রুপি। নিলামের মোট ১৬৫ জনের মধ্যে ১০৪ জন ভারতীয় ক্রিকেটার।
দল পূরণের জন্য সর্বোচ্চ স্লট খালি আছে গুজরাট জায়েন্টসের। ১০টি স্লট পূরণ করতে তারা খরচ করতে পারবে ৫.৯৫ কোটি ভারতীয় রুপি। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর ৭টি স্লট পূরণ করতে সর্বোচ্চ ৩.৩৫ কোটি রুপি খরচ করতে পারবে। এছাড়া ইউপি ওয়ারিওর্স নিজেদের পাঁচটি স্লট পূরণে খরচ করতে পারবে ৪ কোটি রুপি।