|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দলগুলো। যেখানে ভারত ও স্বাগতিক সাউথ আফ্রিকার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আগামী ১৪ জানুয়ারি পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। তার আগে ৯ জানুয়ারি সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দিশা বিশ্বাসের দল। স্টেইন সিটি স্কুলে ম্যাচটি শুরু হবে দুপুর ১ টা ৪৫ মিনিটে।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিবেশি দেশ ভারত। স্টিথিয়ানস কলেজ মাঠে বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে ১১ জানুয়ারি সকাল ১০ টায়। বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম খেলতে নামবে টুর্নামেন্টের প্রথমদিন অস্ট্রেলিয়ার সঙ্গে।
‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন দিশা। এই টুর্নামেন্টে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে স্বর্ণা আক্তারকে। ১৫ জনের মূল স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আরও চারজনকে।
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি আক্তার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থী, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।
স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।