বাংলাদেশ ক্রিকেট

দ্রুতই মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 17:12 Monday, September 14, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

করোনার প্রকোপ শুরু হওয়ায় এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের পরই তা স্থগিত করা হয়। করোনার পেটে চলে গিয়েছে বছরের প্রায় ছয়টি মাস। চলতি মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগের মতো আসরগুলো এখন পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। যদিও খুব দ্রুতই ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় ভাগ্য খুলতে পারে ঘরোয়া আসরগুলোর। সোমবার (১৪ সেপ্টেম্বর) কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে এমনটা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, 'ওটা জানি না। তবে আমরা জানি আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসবো। বাইরের কারো সাথে হবে কিনা জানি না, আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করে দিবো এখনই। কি করবো সেটা আপনাদেরকে বলছি না, কিন্তু কিছু তো একটা করবোই।'

'ক্রিকেট আমরা মাঠে ফেরাবোই। খুব তাড়াতাড়ি। এখন কোচিং স্টাফরা এসেছেন। তারা থেকে যাবেন ছেলেরা খেলার বাইরে অনেকদিন, ওদের আমরা খেলায় নিয়ে আসব।'

বড় পরিসরে ঘরোয়া লিগগুলো পরিচালনা করা সহজ হবে না- এমনটা মেনে নিচ্ছে বিসিবি। সেক্ষেত্রে যতটুকু সম্ভব, ততটুকু সাধ্যের মধ্যে দিয়েই ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর পক্ষে বিসিবি।

পাপন আরও বলেন, 'একদম ওরকম করতে পারব না, যেমন সবগুলা ক্লাবকে আমি ম্যানেজ করতে পারব না। যেটুকু আমি ম্যানেজ করতে পারবো, ততজনকে নিয়েই করব। এটা আপনার ৪০টা খেলোয়াড় হতে পারে, ১৬০টা খেলোয়াড় হতে পারে।

'আমরা যতটুক ম্যানেজ করতে পারব নিজেরা ততটুকুই করব। আমাদের তো করোনাকালীন সময় তাদের স্বাস্থ্যগত সুরক্ষা তো আমাদের খেয়াল রাখতেই হবে। আমরা যতটুকু নিয়ন্ত্রণ করতে পারব, ততটুকুই খেলাটা চালাবো। তবে খেলা মাঠে গড়াবে ইনশাআল্লাহ।'