হাফ সেঞ্চুরি করে পাকিস্তানের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান (বামে) ও সাউদ সাকিল (ডানে)

সিলসের ছোবলের পর রিজওয়ান-সাকিলের প্রতিরোধ

চারপাশের ঘন কুয়াশায় দিনের প্রথম সেশনে দেখা যায়নি ব্যাটে-বলের লড়াই। দিনের শেষ বেলা পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের বাঁধা আলোকস্বল্পতা। এমন বৈরি আবহাওয়ায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৪১.৩ ওভার। স্পিনার গুড়াকেশ মোতিকে দিয়ে ম্যাচের শুরুটা হলো দাপট দেখিয়েছেন পেসাররা। জেইডেন সিলসের ছোবলে ৪৬ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। টপ অর্ডার দুমড়ে-মুচড়ে যাওয়ার পর প্রতিরোধ গড়েছেন দুই হাফ সেঞ্চুরিয়ান সাউদ সাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাদের দুজনের ব্যাটের উপর ভর করে ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক