দারুণ ইনিংস খেলার পথে ডেভিড মালান, ক্রিকফ্রেঞ্জি

ফাহিম-রিপনের দুর্দান্ত বোলিংয়ের পর মালানের ব্যাটে জিতল বরিশাল

পাওয়ার প্লে'তেই রিপন মন্ডল এবং ফাহিম আশরাফের তোপে পাঁচ উইকেট হারায় চিটাগং কিংস। এরপর মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৩৫ এবং আরাফাত সানির ৩৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে চিটাগং কিংস। জবাবে দ্রুত কিছু উইকেট নিতে পারলেও ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ছয় উইকেট এবং ২০ বল হাতে রেখেই জিতে গেল ফরচুন বরিশাল। এই জয়ের দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল বরিশাল। আট পয়েন্ট নিয়ে চিটাগং আছে তিনে।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক